আইপিএলে হয়তো ‘পাওয়ার প্লেয়ার’

জানা গিয়েছে, চূড়ান্ত এগারো জন ক্রিকেটার নয়, একটা দল ১৫ জনের নাম ঘোষণা করবে। এর পরে যে কোনও সময়ে উইকেট পড়লে বা ওভারের শেষে এক জনের বিকল্প হিসেবে পনেরো জনের মধ্যে থেকে বাইরে থাকা কোনও ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০৩:২৩
Share:

চর্চায়: অভিনব ভূমিকায় দেখা যেতে পারে রাসেলদের। ফাইল চিত্র

আইপিএল চালু করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক রকম বিপ্লব এনে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার আরও একটা নতুনত্ব দেখা যেতে পারে পরের আইপিএলে। সেখানে হয়তো দেখা যেতে ‘পাওয়ার প্লেয়ার’।

Advertisement

কী এই ‘পাওয়ার প্লেয়ার’? জানা গিয়েছে, চূড়ান্ত এগারো জন ক্রিকেটার নয়, একটা দল ১৫ জনের নাম ঘোষণা করবে। এর পরে যে কোনও সময়ে উইকেট পড়লে বা ওভারের শেষে এক জনের বিকল্প হিসেবে পনেরো জনের মধ্যে থেকে বাইরে থাকা কোনও ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে। সংবাদসংস্থাকে এক বোর্ড কর্তা বলেছেন, ‘‘আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি, যেখানে কোনও দল চূড়ান্ত এগারো ক্রিকেটারের নাম ঘোষণা করবে না। তার বদলে ১৫ জনকে বেছে রাখবে। সেই পনেরো জনের মধ্যে থেকে কাউকে প্রয়োজনের সময় মাঠে নামিয়ে দেওয়া হবে।’’

কী ভাবে এই পাওয়ার প্লেয়ার একটা ম্যাচের রং বদলে দিতে পারে, তাও উদাহরণ দিয়ে বলেছেন ওই কর্তা। তাঁর কথায়, ‘‘মনে করুন, শেষ ওভারে কোনও দলকে ২০ রান তুলতে হবে। আর ডাগ আউটে আন্দ্রে রাসেলের মতো কেউ বসে আছে। যে পুরো সুস্থ না থাকায় প্রথম এগারোয় ছিল না। এ বার রাসেলকে ওই অবস্থায় নামিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার ধরুন, শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছয় রান। যশপ্রীত বুমরার মতো কোনও বোলার বাইরে রয়েছে। তখন কী করবে সেই ফিল্ডিং টিমের অধিনায়ক? সোজা বুমরাকে মাঠে নামিয়ে দেবে। এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।’’

Advertisement

সংবাদসংস্থা জানিয়েছে, প্রাথমিক ভাবে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে তা নিয়ে কথা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement