আবারও আইপিএল, ভোটের দ্বন্দ্ব কি সামনে আসতে চলেছে। অতীতে এমনটা হয়েছিল বলেই আশঙ্কার মেঘ জমা হতে শুরু করেছে বিসিসিআই-এর আকাশে। সেটা ২০০৯ সালের কথা। লোকসভা নির্বাচনের জন্য ভারতে না হয়ে আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারও কি তেমন সমস্যা দেখা দিতে পারে। আইপিএল শুরু হবে ৮ এপ্রিল থেকে। শেষ হবে ২৯ মে। শুক্রবারই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের দিন। তার পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা। কারণ বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ৪ এপ্রিল থেকে। ভোট গননা ১৯ মে। তখন চলবে আইপিএল।
পশ্চিমবঙ্গে ভোট তো রয়েছেই তার সঙ্গে রয়েছে অসম, গোয়া, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ুতেও। যদিও পশ্চিমবঙ্গল ছাড়া বাকি রাজ্যগুলিতে খেলা হওয়ার কোনও কারণ নেই। ওদের কোনও দল নেই। সমস্যা শুধু কলকাতার। কেকেআর খেলবে কলকাতায়। নির্বাচনের জন্য না অন্যত্র চলে যায় সেই খেলা। নাকি বদলে যাবে আইপিএল-এর দিন। এদিকে আবার ভারত-পাকিস্তান ম্যাচও ধর্মশালায় না হলে ইডেনে হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে বোর্ড। এমন অবস্থায় চিন্তা সব থেকে বেশি সিএবির।
আরও খবর
বেকহ্যাম পুত্র, মোরিনহো কন্যার প্রেমে!