Yuzvendra Chahal

২ উইকেট নিয়ে ফর্মে ফেরা চাহাল জানালেন কলকাতাকে হারানোর ছক

রান না দেওয়ার চেষ্টা করাই ছিল বিরাট কোহলীর দলের অন্যতম সেরা বোলারের লক্ষ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২১:৩৫
Share:

উইকেট পেয়ে উচ্ছ্বসিত চহাল ছবি টুইটার

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৫ রানে জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরের স্পিনার যুজবেন্দ্র চহাল। ৪ ওভার বল করে ৩৪ রানে ২ উইকেট তুলে নেন তিনি। রান না দেওয়ার চেষ্টা করাই ছিল বিরাট কোহলীর দলের অন্যতম সেরা বোলারের লক্ষ্য। এদিন তা স্পষ্ট করে চহাল বলেন, ‘‘আমি ব্যাটসম্যানকে আটকে রাখার চেষ্টা করছিলাম। চেন্নাইয়ের মাঠে বল ভাল ঘুরছিল। এরপর আমরা মুম্বই যাব। সেখানেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সেখানেও ভাল বল করতে পারব।’’

Advertisement

ম্যাচ শেষে চহাল বলেন, ‘‘ভাল বল করতে পেরে এবং উইকেট তুলতে পেরে দারুণ লাগছে। রাসেলকে আউট করা আমার লক্ষ্য ছিল। রাসেলের বড় শট আটকাতে বাইরের দিকে বল করছিলাম কারণ অপর প্রান্ত অনেকটা ছোট ছিল।’’

প্রথমে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং-এর ওপর ভর করে ২০৪ রান তোলে তারা। জবাবে ১৬৬ রানেই শেষ হয় কেকেআর-এর ইনিংস। বুধবার মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement