IPL 2021

মারকুটে হিসেবে পরিচিত শিখর ধওয়ন আরও হাত খুলে মারতে চান

চলতি আইপিএল-এ ভাল ছন্দে রয়েছেন শিখর ধওয়ন। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান তাড়া করতে গিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১০:১৫
Share:

মারমুখী ধওয়ন। ছবি আইপিএল

চলতি আইপিএল-এ ভাল ছন্দে রয়েছেন শিখর ধওয়ন। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান তাড়া করতে গিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। ধওয়নের ৪৯ বলে ৯২ রানের সৌজন্যে ১৯৫ রান তাড়া করে জিতেছে দিল্লি ক্যাপিটালস।

Advertisement

মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হলেও আক্ষেপ নেই। জানিয়েছেন, ভয়ডরহীন মানসিকতা নিয়েই খেলতে নামেন তিনি। এটাও জানিয়েছেন, স্ট্রাইক রেট যতটা সম্ভব বাড়ানোই তাঁর লক্ষ্য। ফলে দরকারে আরও বেশি মারতে হলেও পিছপা হবেন না তিনি।

বলেছেন, “ইচ্ছে করেই মারকুটে মানসিকতা নিয়ে খেলেছি। জানতাম আমাকে স্ট্রাইক রেট বাড়াতে হবে। তাই ঝুঁকি নিয়েছি। এর কোনও বদল হবে না। এ ভাবেই খেলে যাব। আউট হলেও আক্ষেপ নেই। কিছু কিছু শট নিয়ে অতিরিক্ত খেটেছি। যেমন, এখন আমার স্লগ শট অনেক ভাল হয়েছে। অনেক বছর খেলার সুবাদে এখন ক্রিজে নেমে অনেক চাপমুক্ত থাকি।”

Advertisement

ধওয়নের ইনিংসের প্রশংসা করেছেন অধিনায়ক ঋষভ পন্থও। বলেছেন, “দলকে ও যে ভাবে সাহায্য করছে তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওর মতো ক্রিকেটাররা যাতে খেলাটাকে উপভোগ করতে পারে, সেই চেষ্টাই করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement