IPL 2021

IPL 2021: ফের জয় কোহলীদের, ম্যাক্সওয়েল-ভরত জুটিতে ভর করে রাজস্থানকে ৭ উইকেটে হারাল বেঙ্গালুরু

মুম্বইয়ের পর রাজস্থান রয়্যালস। আমিরশাহি-পর্বে ফের ছুটছে বিরাট কোহলীর দল। বুধবার রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল আরসিবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৮
Share:

আইপিএল-এ ছুটছেন কোহলীরা। ছবি আইপিএল

মুম্বইয়ের পর রাজস্থান রয়্যালস। আমিরশাহি-পর্বে ফের ছুটছে বিরাট কোহলীর দল। বুধবার রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট হল তাদের। অন্যদিকে, প্লে-অফের রাস্তা আরও কঠিন হচ্ছে রাজস্থানের কাছে। বাকি ম্যাচগুলিতে তাদের জিততেই হবে।

Advertisement

আরসিবি-র বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন রাজস্থানের ওপেনাররা। প্রথম উইকেটেই ৭৭ রান উঠে যায়। এভিন লিউইস এবং যশস্বী জয়সওয়াল মিলে তখন রাজস্থানের বোলারদের উপর চড়াও হয়ে বসেছেন। ৭৭ রানের মাথায় ড্যান ক্রিশ্চিয়ানের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। দলের ১০০ রানের মাথায় ফেরেন লিউইস। পাঁচটি চার এবং তিন ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫৮ রান করেন তিনি।

এরপরেই রাজস্থানের ব্যাটিং ধস শুরু হয়। আগের দুটি ম্যাচে অর্ধশতরান করা সঞ্জু স্যামসন বুধবার মাত্র ১৯ রান করে ফেরেন। এরপর ক্রিস মরিস (১৪) বাদে কোনও ব্যাটসম্যান দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। এই ম্যাচেও দুরন্ত বোলিং করলেন হর্ষল পটেল। ৩৪ রানে ৩ উইকেট নিলেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চহাল এবং শাহবাজ আহমেদ।

Advertisement

আরসিবি-ও শুরুটা খারাপ করেনি। দেবদত্ত পাড়িক্কল এবং বিরাট কোহলী প্রথম উইকেটে ৪৮ তুলে দেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দু’জনকেই সাজঘরে ফিরতে হয়। দেবদত্তকে বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। কোহলী রান আউট হন। রিয়ান পরাগের সরাসরি থ্রো তাঁর স্টাম্প ভেঙে দেয়।

পরপর দু’উইকেট হারালেও আরসিবি-কে চাপে পড়তে দেননি শ্রীকর ভরত এবং গ্লেন ম্যাক্সওয়েল। রাজস্থানের বোলারদের শাসন করলেন দু’জনেই। অল্পের জন্য অর্ধশতরান পেলেন না ভরত (৪৪)। তবে ম্যাক্সওয়েল ভুল করেননি। ১৭তম ওভারে মরিসকে পিটিয়ে ২২ রান নিয়ে স্কোর সমান করেন তিনি। ৩০ বলে ৫০ হয় তাঁর। ১৮তম ওভারের প্রথম বলেই পরাগকে চার মেরে ম্যাচ শেষ করেন এবি ডিভিলিয়ার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement