রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
করোনার প্রকোপ বেড়েছে আবারও। দিল্লি সহ বিভিন্ন জায়গায় সপ্তাহান্তে লকডাউনের কথা ঘোষণা করেছে প্রশাসন। তবুও সব ক্ষেত্রে নিয়ম মানছেন না নাগরিকরা। সেই কারণেই এবার সচেতন করতে এগিয়ে এলেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি ক্যাপিটালস স্পিনার টুইট করে আবেদন জানান, ‘করোনা আমার, আপনার বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আগামীকাল আপনিও আক্রান্ত হতে পারেন। তাই সাবধানে থাকুন, সব বিধিনিষেধ মেনে চলুন। আমি সকলের সুস্থতা কামনা করি’।
বুধবার যেসব বাবা মা কোভিডে আক্রান্ত, তাঁদের উদ্দেশে টুইট করে অশ্বিনের স্ত্রী পৃথি লেখেন, ‘কোভিড আক্রান্ত বাবা মায়েরা, যাঁদের সন্তানের বয়স ৮ বা তার কম, তাঁরা তাঁদের সন্তানের কোভিড পরীক্ষা করিয়েছেন কি? নাকি সাধারন সর্দি কাশির মতো চিকিৎসা করাচ্ছেন’?
এর আগেও নিজের শহর চেন্নাইয়ের মানুষদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছিলেন এই অফস্পিনার।