MS Dhoni

IPL 2021: ২০২১ আইপিএল থেকে সবচেয়ে বড় প্রাপ্তি বদলে ফেলা দর্শনের এমএসডি ২.০

ট্রফি জয়ের স্বাদও নতুন কিছু নয়। চার বার আইপিএল ট্রফি জেতা হয়ে গেল। তবু ২০২১ সালের মহেন্দ্র সিংহ ধোনিকে একটু অন্য রকম লাগল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ০১:০৮
Share:

ছবি: পিটিআই।

আইপিএল ফাইনালে ওঠা তাঁর কাছে নতুন কিছু নয়। এই নিয়ে ন’ বার ফাইনালে ওঠা হয়ে গিয়েছে। ট্রফি জয়ের স্বাদও নতুন কিছু নয়। চার বার আইপিএল ট্রফি জেতা হয়ে গেল। তবু ২০২১ সালের মহেন্দ্র সিংহ ধোনিকে একটু অন্য রকম লাগল।

Advertisement

এমনিতে লম্বা টিম মিটিংয়ে বিশ্বাসী নন। তাঁর বোলার বা ব্যাটারদের পরামর্শ দিতেও খুব বেশি দেখা যায় না। মহেন্দ্র সিংহ ধোনির দর্শন, সবাইকে নিজের খেলাটা খেলতে দেওয়া উচিত। এই পরিচিত দর্শন ভেঙে শুক্রবার বারবার বেরিয়ে আসতে দেখা গেল ধোনিকে।

কলকাতা নাইট রাইডার্স রান তাড়া করতে নামার আগে ধোনিকে দেখা গিয়েছে, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়িয়ে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করছেন। শুধু তাই নয়, কলকাতার দুই ওপেনার শুভমন গিল এবং বেঙ্কটেশ আয়ারকে যখন সামলাতে হিমসিম খাচ্ছেন চেন্নাইয়ের বোলাররা, তখন ধোনিকে বারবার দেখা গিয়েছে ছুটে গিয়ে বোলারদের পরামর্শ দিতে।

Advertisement

তিন বারের চ্যাম্পিয়ন, ছ’ বারের রানার্স হওয়া অধিনায়ককে এ বার নতুন চেহারায় দেখল ক্রিকেট জগৎ।

তবে ম্যাচের পরে সেই কথা না বলার কথাই বললেন ধোনি। চেন্নাই অধিনায়ক বললেন, ‘‘সত্যি কথা বলতে, আমরা খুব বেশি কথা বলি না। খুব বেশি মিটিং করি না। আমাদের প্র্যাকটিস সেশনগুলোই মিটিং সেশন। মিটিং রুমে ঢোকা মানেই বাড়তি চাপ ডেকে আনা। সেটা আমরা করি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement