IPL 2021

আইপিএল-এ ধোনি, রোহিতদের রেকর্ড ছুঁলেন দীনেশ কার্তিক

বুধবার কার্তিকের ব্যাট ভর করে জয়ের স্বপ্ন দেখছিল কলকাতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৩:০২
Share:

বুধবার কার্তিকের ব্যাট ভর করে জয়ের স্বপ্ন দেখছিল কলকাতা। ছবি: বিসিসিআই

আইপিএল-এ ২০০তম ম্যাচ খেলে ফেললেন দীনেশ কার্তিক। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন তিনি। কার্তিকের আগে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা এই প্রতিযোগিতায় ২০০-র বেশি ম্যাচ খেলেছেন। বুধবারের ম্যাচে অভিজ্ঞ কার্তিক ২৪ বলে ৪০ রান করেন চেন্নাইয়ের বিরুদ্ধে।

Advertisement

কলকাতার প্রাক্তন অধিনায়ক আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলে খেলেছেন। আইপিএল-এ ৩৮৯৫ রান রয়েছে কার্তিকের। ১৯টি অর্ধ শতরান রয়েছে তাঁর ঝুলিতে। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১২০টি ক্যাচ এবং ৩১টি স্টাম্প করেছেন কার্তিক।

বুধবার কার্তিকের ব্যাট ভর করে জয়ের স্বপ্ন দেখছিল কলকাতা। আন্দ্রে রাসেলকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন তিনি। রাসেল ফিরতে প্যাট কামিন্সকে সঙ্গী করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। তবে শেষ রক্ষা হল না। ১৮ রানে হারতে হল কলকাতাকে। শুরুর দিকে পর পর উইকেট হারিয়েই বিপদে হল নাইটদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement