ফাইল চিত্র।
গত মরসুমে প্রথম বার প্লে-অফে যেতে পারেনি চেন্নাই সুপার কিংস। তবে গত বছরের থেকে শিক্ষা নিয়েই ফের একবার আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। দিল্লি ক্যাপিটালসকে চার উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, ‘‘আমরা গত মরসুমে প্লে-অফে পৌঁছতে পারিনি। তবে সে বার শেষ তিন-চারটে ম্যাচে আমাদের ব্যাটাররা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিল। আর সেই কারণেই এ বারে সমস্যা হয়নি। এ মরসুমে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।’’
শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। দারুণ ভাবে ম্যাচ শেষ করেন ধোনি। এবারের আইপিএল-এ চেন্নাই অধিনায়কের কাছ থেকে এমন ইনিংস খুব বেশি দেখা যায়নি। ছন্দে ফিরে তৃপ্ত ধোনি নিজেও জানালেন সেই কথাই। তিনি বলেন, ‘‘আমার ইনিংসটা খুব জরুরী ছিল। তাই আমি বল দেখে খেলতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম বোলার টম কারেন কী করতে পারে। আসলে নেটে ভাল খেললেও ম্যাচে রান পাচ্ছিলাম না। তবে এ নিয়ে খুব বেশি ভাবতে চাইনি। বেশি ভাবতে গেলে সমস্যা আরও বেড়ে যেত।’’
সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করেন চেন্নাই অধিনায়ক। ধোনি বলেন, ‘‘রুতুরাজের সঙ্গে কথা বলে সব সময় জানতে চাই ও কী ভাবছে। দারুণ লাগছে ওকে এতটা পরিণত হতে দেখে। ও এখন ২০ ওভার ক্রিজে থাকতে চায়।
রবিন উথাপ্পা, মইন আলিদেরও প্রশংসা করেন ধোনি। তিনি বলেন, ‘‘রবিন দারুণ ব্যাট করেছে। নিজের ব্যাটিং উপভোগ করছে। তিন নম্বরে নেমে মইন গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।’’