এগিয়েই নামছেন মর্গ্যানরা। ফাইল ছবি
সোমবার আইপিএল প্লে-অফে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলীর বেঙ্গালুরুর থেকে কিছুটা হলেও এগিয়ে থেকে নামছে অইন মর্গ্যানের কলকাতা।
আইপিএল-এ দুই দল এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার।
গ্রাফিক: সনৎ সিংহ
গ্রাফিক: সনৎ সিংহ
শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চার বারই জিতেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচটি জিতেছে কলকাতা। সেটি ছিল চলতি আইপিএল-এ লিগ পর্বের শেষ ম্যাচ। কেকেআর জেতে ৯ উইকেটে।
দুই দলের যে ২৮টি ম্যাচ হয়েছে, তার মধ্যে ১৭টি ম্যাচেই কেকেআর প্রথমে ব্যাট করেছে। তার মধ্যে জিতেছে সাতটি। প্রথমে ব্যাট করে কোহলীরা জিতেছেন মাত্র তিনটি ম্যাচ।
গ্রাফিক: সনৎ সিংহ
গ্রাফিক: সনৎ সিংহ
রান তাড়া করায় কিছুটা হলেও এগিয়ে কোহলীরা। পরে ব্যাট করে কলকাতা যেখানে আটটি ম্যাচ জিতেছে, সেখানে বেঙ্গালুরু জিতেছে ১০টি ম্যাচ।
প্লে-অফ পর্যায়ে আগে কখনও কলকাতা ও বেঙ্গালুরু মুখোমুখি হয়নি।