উইকেট নিয়ে আর্চারের বিহু নাচ। ছবি: সোশ্যাল মিডিয়া
আইপিএলের মঞ্চে বিহু আমদানি করেছিলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। তাঁর দেখাদেখি বুধবার বিহু নাচতে দেখা গেল রাজস্থান দলে তাঁর সতীর্থ জোফ্রা আর্চারকে। এ দিন মাঠে নামার আগে বিহু অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে।আর ম্যাচের প্রথম বলেই দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শকে বোল্ড করে বিহু নাচলেন আর্চার। ইংল্যান্ডের এক পেসার বিহুর ছন্দে কোমর দোলানোয় মহামিলনের এক মঞ্চ হয়ে উঠল আইপিএল।
আইপিএলে রিয়ান পরাগের বিহু নাচের খবর আগেই প্রকাশিত হয়েছিল আনন্দবাজার ডিজিটালে। প্রতিবেদনে রাজস্থান দলের সঙ্গে অসমের যোগসূত্রের খবর উল্লেখ করা হয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজি যে সংস্থার অধীন, সেই ‘রয়্যাল মাল্টিস্পোর্ট প্রাইভেট মিলিটেড’-এর এগজিকিউটিভ চেয়ারম্যান হলেন রঞ্জিত বড়ঠাকুর। তাঁর বাড়ি অসমের জোড়হাটে। আর রিয়ানও অহমিয়া। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েই বিহু নেচে উঠেছিলেন তিনি। দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোনও রাজ্যের সংস্কৃতিকে তার আগে ক্রিকেটের মঞ্চে দেখা যায়নি।
আর রিয়ানের দেখানো পথে এ দিন বিহু নাচলেন আর্চার। যা সঙ্গে সঙ্গে সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সরকারি ওয়েবসাইটে আর্চারের নাচের ভিডিয়ো উঠে আসে দ্রুত।
প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান টুইট করেন, ‘কেউ কি কখনও ভাবতে পেরেছিলেন যে একজন ইংরেজ বিহুতে এমন দক্ষতা দেখাবে!’ কেউ কেউ লেখেন, ‘এর পর তো গোটা রাজস্থান দলই বিহু নাচে মেতে উঠবে’।
আরও পড়ুন: আইপিএলের আঙিনায় বিহু নাচ, অহমিয়া রিয়ানের সেলিব্রেশন