ছবি: পিটিআই।
আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদের ত্রাতা হয়ে ওঠার পাশাপাশি নীরবে একটা বিশেষ বার্তা দিয়ে চলেছেন জেসন হোল্ডার। প্রতিটা ম্যাচে, প্রতিটা উইকেট নেওয়ার পরে।
কখনও বিরাট কোহালির উইকেট নিয়ে, কখনও বা কায়রান পোলার্ডকে ফিরিয়ে দিয়ে একটা বিশেষ উৎসব করতে দেখা যাচ্ছে হোল্ডারকে। দুটো আঙুলে ইংরেজি ‘ও’-এর মতো চিহ্ন করে আকাশের দিকে হাত তুলে ইঙ্গিত করছেন হোল্ডার।
এ বারের আইপিএলে ছ’ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এবং, প্রতিবারই দেখা গিয়েছে আকাশের দিকে হাত তুলে ওই ইঙ্গিত করছেন তিনি। কী অর্থ আছে এই উৎসবের? হোল্ডার কি বোঝাতে চাইছেন?
দুবাই থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় হোল্ডার বলেছেন, ‘‘উইকেটগুলো নিয়ে আমি একটা বার্তাই দিতে চেয়েছি। বলতে চেয়েছি— ‘এভরিথিং উইল বি ওকে।’ সব কিছু ঠিক হয়ে যাবে।’’
কৃষ্ণাঙ্গদের লড়াইয়ে হোল্ডার সব সময়ই সরব থেকেছেন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নিয়েও তিনি নিজের মতামত জানাতে দ্বিধা করেননি কখনও। এই বার্তার মধ্যেও লুকিয়ে আছে প্রতিবাদ, সমাজ সংস্কারের বার্তা। যেখানে হোল্ডার মাঠের সাফল্যের মধ্যে দিয়ে আশার বার্তা দিচ্ছেন যে, এই সমাজেও একদিন সব ঠিক হয়ে যাবে। দূর হবে বর্ণবিদ্বেষ।
এ বারের আইপিএলে যোগ দেওয়ার পরে একটা ব্যাপার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হোল্ডার। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন আইপিএলে পুরোপুরি অনুপস্থিত ছিল। হোল্ডার মুখ খোলার ঠিক পরেই হার্দিক পাণ্ড্য হাঁটু মুড়ে বসে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। যা নিয়ে হোল্ডার বলছেন, ‘‘অবশ্যই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পাশে হার্দিক ওই ভাবে দাঁড়ানোয় আমি খুব খুশি। ওর মনোভাবের প্রশংসা করি।’’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন তিনি। মিচেল মার্শের পরিবর্ত হিসেবে দলে যোগ দিয়ে ভাগ্য বদলে দিয়েছেন হায়রদারাবাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে তো নিজেকে নতুন করে চেনাচ্ছেন আপনি? ছ’ফুট সাত ইঞ্চি লম্বা হোল্ডার বলেছেন, ‘‘আমার সামনে তো বেশি সময় নেই। যতটা পারছি সুযোগ কাজে লাগাচ্ছি। ডেথ ওভারে নিজের বোলিং ভাল করার চেষ্টায় আছি।’’