আইপিএল মানেই ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই। এখানে প্রতিটি দলই যেমন দেশের ক্রিকেটারদের নিতে পারেন, তেমনই বহু কোটি টাকায় বিদেশি ক্রিকেটারদেরও কেনে। যাঁদের নিয়ে চর্চাও হয় বেশ। নাইটদের দলেও রয়েছেন এমনই তিন হেভিওয়েট বিদেশি ক্রিকেটার, যাঁরা মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন।
জো ডেনলি: গত বছর টি ২০ লিগে বেশ চমক সৃষ্টি করেছিলেন। ভিটালিটি ব্লাস্ট -এ গত বছর করেছিলেন ৪০৯ রান। স্ট্রাইক রেট ১৪৫-এর উপর। অন্যতম সেরা উইকেট সংগ্রহকারীও ছিলেন তিনি।
জো ডেনলি: এই সাফল্যের জন্যই ইংল্যান্ডের ক্রিকেটারটিকে এক কোটি টাকায় নাইট রাইডার্স দলে নিয়েছে। অলরাউন্ডার জোকে নিয়ে স্বপ্ন দেখছে দল।
কার্লোস ব্রেথওয়েট: টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। পাঁচ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে নাইটরা।
কার্লোস ব্রেথওয়েট: গত আইপিএলে মাত্র চারটি ম্যাচ খেলে পাঁচ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতে স্ট্রাইক রেট ছিল দেড়শোর উপর। দেশের হয়েও বল-ব্যাটে নজর কেড়েছেন তিনি।
লকি ফার্গুসন: দেড় কোটির বেশি টাকায় এই বিদেশিকে দলে নিয়েছে কেকেআর। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারটি বল হাতে নজর কেড়েছেন জাতীয় দলের হয়ে।
লকি ফার্গুসন: দেশের হয়ে চল্লিশের বেশি টি-২০ ম্যাচ খেলেছেন। বোলিং গড় ২৬-এর সামান্য বেশি।