ইডেনের কিউরেটরকে অভিনন্দন শাহরুখের

বুধবার রাতেই চার্টার্ড বিমানে শহর ছেড়ে চলে গিয়েছেন শাহরুখ। শনিবার দিল্লি ডেয়ারডেভিলস বনাম কেকেআর ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। ফের দেখা যাবে শাহরুখ বনাম সৌরভ দ্বৈরথ। কেকেআর যে ফর্মে রয়েছে, তাতে দিল্লি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৪:২১
Share:

সৌজন্য: বুধবার ম্যাচের শেষে ক্রিস গেলের সঙ্গে শাহরুখ। ফাইল চিত্র

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষ হতেই ইডেনের পিচ প্রস্তুতকারকের ফোন বেজে ওঠে। দর্শকদের চিৎকারে প্রথমে কিছুই শুনতে পাননি সুজন মুখোপাধ্যায়। ফোন রেখে ফের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তাঁকে এক নিরাপত্তারক্ষী অনুরোধ করে হসপিটালিটি বক্সে যাওয়ার জন্য। তাঁকে বলা হয়, ‘‘আপনাকে শাহরুখ খান ডাকছেন।’’

Advertisement

এই সুযোগ কী নষ্ট করা যায়! দ্রুত হসপিটালিটি বক্সের দিকে এগিয়ে যান ইডেনের পিচ প্রস্তুতকারক। গিয়ে দেখেন, তাঁর জন্য অপেক্ষা করে বসে আছেন শাহরুখ খান। সুজনবাবু সেখানে পৌঁছতেই তাঁকে জরিয়ে ধরেন শাহরুখ। সুজনবাবু বলেন, ‘‘আমি যাওয়ার পরেই শাহরুখ বলল, ‘গত দু’বছর ধরে দেখছি, ইডেনের পিচ ও মাঠ ভারত সেরা নির্বাচিত হচ্ছে। সবই আপনার জন্য। এত ভাল পিচ বানানোর জন্য ধন্যবাদ। আশা করি, এ বারও ইডেনই ভারতের সেরা মাঠের পুরস্কার পাবে।’ আমি ভাবতেও পারিনি কোনও দলের মালিক একজন পিচ প্রস্তুতকারকে ধন্যবাদ জানাবে। শাহরুখের প্রশংসা পেয়ে সত্যি খুব অনুপ্রাণিত হয়েছি।’’

বুধবার রাতেই চার্টার্ড বিমানে শহর ছেড়ে চলে গিয়েছেন শাহরুখ। শনিবার দিল্লি ডেয়ারডেভিলস বনাম কেকেআর ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। ফের দেখা যাবে শাহরুখ বনাম সৌরভ দ্বৈরথ। কেকেআর যে ফর্মে রয়েছে, তাতে দিল্লি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার।

Advertisement

এ দিকে বৃহস্পতিবার রাতেই কেকেআর পেসার লকি ফার্গুসনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি গোফ কেন রাখেন। উত্তরে লকি বলেন, ‘‘অনেক দিন ধরেই আমি গোফ রাখছি। কিন্তু শিখর ধওয়নের মতো কিছুতেই হচ্ছে না। ভাবছি আরও বড় গোফ রাখব। যাতে ধওয়নের মতো পাকাতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement