বার্তা: এ বারের আইপিএলের প্রথম সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা। সঙ্গে জ়াহির খান। মঙ্গলবার মুম্বইয়ে।
মিশন বিশ্বকাপকে সামনে রেখে মুম্বই ইন্ডিয়ান্স এবং নিজের জন্য লক্ষ্য স্থির করে ফেললেন রোহিত শর্মা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক জানিয়ে দিলেন, এ বার সমস্ত ম্যাচেই তিনি ওপেনার হিসেবে খেলবেন। দ্বিতীয়ত বিশ্বকাপগামী সম্ভাব্য ভারতীয় ক্রিকেটারদের ধকলের হাত থেকে রক্ষা পেতে ‘শরীরের কথা শোনার’ পরামর্শ দিলেন তিনি। যে ব্যাখ্যায় সায় দিলেন প্রাক্তন ভারতীয় পেসার জ়াহির খানও। যিনি এ বার মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্রিকেট অপারেশনস ডিরেক্টর হিসেবে কাজ করবেন।
রোহিত বলেছেন, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন, আইপিএলের সমস্ত ম্যাচে আমি যে ওপেনই করব, সেটা স্পষ্ট করে দেওয়াই ভাল।’’ সেখানেই না থেমে রোহিত আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পাশাপাশি এটাও মনে রাখতে হয়েছে, ভারতীয় দলে ওপেনার হিসেবেই আমি খেলি। সেটা মুম্বই ইন্ডিয়ান্স দলকেও বুঝতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের দলের মাঝের সারিতে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। ফলে আমি উপরে ব্যাট করলে সমস্যা হবে না। এই আইপিএলটা খুবই গুরুত্বপূর্ণ।’’
আইপিএলে টানা ম্যাচের ধকল সামলে বিশ্বকাপের জন্য ক্রিকেটারেরা কতটা ফিট থাকতে পারবেন, তা নিয়ে পর্যালোচনা অব্যাহত। সেই প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের অভিমত অত্যন্ত স্বচ্ছ। তিনি বলেছেন, ‘‘নিঃসন্দেহে এই ব্যাপারটা সকলের কাছেই একটা বড় পরীক্ষা। তবে এও ঠিক, গত তিন-চার বছর ধরে এ ভাবেই আমরা খেলে আসছি। টানা ম্যাচ খেলার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। এখন কে কী ভাবে সেই ধকল সামলাবে, সেটা ক্রিকেটারদের উপর নির্ভর করছে। তবে আমি পরামর্শ দেব, শরীরের কথা শুনেই সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেটারদের।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সঙ্গে যোগ করেছেন, ‘‘শরীর যদি মনে করে বিশ্রামের প্রয়োজন রয়েছে, তা হলে তাকেই প্রাধান্য দিতে হবে। আমাদের আসল লক্ষ্য বিশ্বকাপে সুস্থ থেকে খেলতে নামা। তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে হবে।’’
এই প্রসঙ্গেই উঠে এসেছে হার্দিক পাণ্ড্যের সাম্প্রতিক ফিটনেস সংক্রান্ত সমস্যার বিষয়। গত ছ’মাসে চোটের কারণে তিনি এশিয়া কাপ এবং সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। তা হলে আইপিএলে টানা ম্যাচের ধকল সামলে তিনি নিজেকে কতটা বিশ্বকাপের জন্য ফিট রাখতে পারবেন? জ়াহির খান জানিয়েছেন, হার্দিকের চোটের বিষয়টি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন, ‘‘এশিয়া কাপের সময়ে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ফিটনেস নিয়ে হার্দিকের তখন খুব অসুবিধা ছিল বলে মনে হয়নি। তবে পরেও ওকে কোমরের চোটের কারণে সরে দাঁড়াতে হয়েছিল। ফলে ওর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’’