IPl

ওয়ার্নার-বেয়ারস্টোর জোড়া শতরান, টানা তিন ম্যাচে হার আরসিবির

টানা তিন ম্যাচ খেলা হয়ে গেল আরসিবির। এখনও জয়ের মুখ দেখল না বিরাট কোহালির দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৯:৫৬
Share:

আরসিবিকে দাঁড়াতেই দিল না সানরাইজার্স হায়দরাবাদ। ছবি: এএফপি।

হেরেই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি বিরাট কোহালির আরসিবি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১৮ রানে হার মানতে হল বিরাট-বাহিনীকে। লিগ টেবলে সবার শেষে এখন তারা।

Advertisement

ডেভিড ওয়ার্নার (১০০) ও জনি বেয়ারস্টোর (১১৪) দাপটে হায়দরাবাদে সূর্যোদয় ঘটল। নির্ধারিত ২০ ওভারের শেষে হায়দরাবাদ তোলে দু’ উইকেটে ২৩১ রান। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে ব্যাঙ্গালোর। পার্থিব পটেল (১১), কোহালি (৩), এবি ডিভিলিয়ার্স (১), মঈন আলি (২) — সবাই ব্যর্থ হন। আরসিবি থামে ১১৩ রানে।

আরও পড়ুন: বেয়ারস্টো-ওয়ার্নারের শতরানের দিনে বাংলার প্রয়াসের নজির

Advertisement

আরও পড়ুন: ম্যাচ টাই হলে সুপার ওভার, সেখানেও টাই হলে কী হবে

সানরাইজার্সের মহম্মদ নবি একাই নেন চার-চারটি উইকেট। সন্দীপ শর্মার সংগ্রহ তিনটি উইকেট। আরসিবি ব্যাটসম্যানদের মধ্যে বোঝাপড়ার নামগন্ধ দেখা যায়নি। তিন জন রান আউট হন। এক সময়ে ৩৫ রানে ছ’টি উইকেট চলে যায় আরসিবির। ২০ ওভার কি খেলতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স, এই প্রশ্নই ঘোরাফেরা করছিল তখন। পুরো ২০ ওভার অবশ্য খেলতে পারেনি বিরাটের দল। ১৯.৫ ওভারে শেষ হয়ে যায় আরসিবির যাবতীয় প্রতিরোধ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement