KKR

দলে জোড়া পরিবর্তন? কোহালিদের বিরুদ্ধে আজ কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ?

বেঙ্গালুরুতে শুক্রবারের দ্বৈরথের আগে সতর্ক কলকাতা নাইট রাইডার্স শিবির। চার ম্যাচে চারটেই হেরে নাইটদের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৭:৩১
Share:
০১ ১২

বেঙ্গালুরুতে শুক্রবারের দ্বৈরথের আগে সতর্ক কলকাতা নাইট রাইডার্স শিবির। চার ম্যাচের চারটেতেই হেরে নাইটদের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স আবার এখনও পর্যন্ত ঘরের মাঠে দুটো ম্যাচ জিতেছে। হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আজ দলে পরিবর্তন নিশ্চিত। দেখে নেওয়া যাক আরসিবির বিরুদ্ধে আজ কোন এগারো জন খেলতে পারেন?

০২ ১২

প্রসিদ্ধ কৃষ্ণ থাকতে পারেন এগারো নম্বরে। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। চাপের মুখে ভাল বল করার ক্ষমতা রাখেন। নেটে অনুশীলন করছেন রাসেলের সঙ্গে। তাই বিপক্ষকে চাপে ফেলতে পারেন।

Advertisement
০৩ ১২

লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের এই ক্রিকেটারটি বল হাতে নজর কেড়েছেন জাতীয় দলের হয়ে। দেশের হয়ে চল্লিশের বেশি টি-২০ ম্যাচ খেলেছেন। বিগত ম্যাচে লকি খুব একটা খারাপ খেলেননি।

০৪ ১২

নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। গত ম্যাচেও দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। কোহালি-এবিকে আউট করার সুযোগ থাকছে কুলদীপের কাছে।

০৫ ১২

আট নম্বরে নামার কথা পীযূষ চাওলার। বিরাট আর এবি ডেভিলিয়ার্সকে আউট করার দায়িত্ব থাকবে তাঁর উপরেও।

০৬ ১২

সাত নম্বরে নামার কথা কার্লোস ব্রেথওয়েটের। কার্লোস বিগ হিটার। প্রয়োজনে বলটাও করে দিতে পারেন। তাঁকে এ বার প্রথম একাদশে নেওয়ার সুযোগ এসেছে বলেই মনে করা হচ্ছে।

০৭ ১২

ছয় নম্বরে নামার কথা শুভমন গিলের।আইপিএলের প্রথম ম্যাচে পর পর দু’টি ছয় মেরে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি। চাপের মুখে দলতে জেতানোর ক্ষমতাও রাখেন।

০৮ ১২

পাঁচ নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। জিততে মরিয়া কোহালিদের চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও উইকেটকিপার-ব্যাটসম্যান দলে বড় ভরসা।

০৯ ১২

চারে নামতে পারেন ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ আন্দ্রে রাসেল। পর পর ম্যাচ জেতানোর তিনি। তিনি খেলবেন না এমনটা হওয়ার কথা নয়।

১০ ১২

তিন নম্বরে নামতে পারেন রবীন উথাপ্পা।গত ম্যাচগুলিতে চাপের মুখে যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তাঁর। নীতীশ রাণার সঙ্গে জুটিও চমৎকার।

১১ ১২

দুই নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। এর আগের ম্যাচগুলিতে তাঁর ব্যাটে ভর করে অনেকটাই এগিয়েছে নাইটরা।

১২ ১২

আরসিবির বিরুদ্ধে ম্যাচে ওপেন করার কথা সুনীল নারাইনের। চোট সারিয়ে ফিরছেন তিনি। বোলিং তো বটেই, পিঞ্চহিটার সুনীলকে বড় রান গড়ার জন্যও কেকেআরের প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement