দ্বাদশ আইপিএলের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ এ বার দিল্লি ক্যাপিটালস। দিল্লিতে মেন্টর দাদার বিরুদ্ধে শাহরুখের টিম কোন ১১ জনকে খেলাবে আজ? দেখে নেওয়া যাক।
লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের এই ক্রিকেটারটি বল হাতে নজর কেড়েছেন। দেশের হয়ে চল্লিশের বেশি টি-২০ ম্যাচ খেলেছেন। গত ম্যাচে লোকেশ রাহুলকে ফিরিয়ে দিয়ে ভাল শুরু করেছিলেন।
প্রসিদ্ধ কৃষ্ণ থাকতে পারেন দশ নম্বরে। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। চাপের মুখে ভাল বল করার ক্ষমতা রাখেন এই তরুণ পেসার।
নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। গত ম্যাচেও দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। আজকের লড়াই কিছুটা ঋষভ পন্থের সঙ্গেও।
আট নম্বরে থাকার কথা পীযূষ চাওলার। ক্রিজে জাঁকিয়ে বসা ময়াঙ্ক আগরওয়ালকে গত ম্যাচে ফেরান এই লেগস্পিনার।
সাত নম্বরে শুভমন গিল থাকতে পারেন। আইপিএলের প্রথম ম্যাচে পর পর দু’টি ছয় মেরে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি।
ছ’নম্বরে থাকছেন অধিনায়ক-উইকেটকিপার দীনেশ কার্তিক। ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আইপিএলে প্রতিটি সংস্করণেই অংশ নিয়েছেন। তাই তাঁর অভিজ্ঞতা কাজে আসবেই।
আন্দ্রে রাসেল যে পাঁচ নম্বরে থাকতে পারেন, এ নিয়ে খুব একটা সন্দেহ থাকার কথা নয়। গত দুই ম্যাচেই জয়ের নায়ক তিনি। তাঁর ব্যাট ও বলে বিপক্ষ উড়ে গিয়েছে বললে ভুল হবে না।
চতুর্থ স্থানে নামার কথা নীতীশ রাণার। গত দুই ম্যাচে তাঁর ব্যাটে ভর করে অনেকটাই এগিয়েছে নাইটরা।
তিন নম্বরে নামার কথা রবীন উথাপ্পার। গত দু’টি ম্যাচে চাপের মুখে যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তাঁর। রাণার সঙ্গে জুটিও চমৎকার।
লিনের সঙ্গে ওপেন করার কথা সুনীল নারাইনের। গত ম্যাচে নারাইন দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তীর বলে তুলে নিয়েছিলেন ২৫ রান। তিনটি ছক্কা, একটি চার। ৯ বলে ২৪ রান করেন তিনি। আজও তাঁর কাছ থেকে তেমনই একটি ক্যামিও আশা করবে দল।
এই ম্যাচেও ওপেন করার কথা ক্রিস লিনেরই। তাঁকে নাইট রাইডার্স আরও একটা সুযোগ দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।