ছন্দে: বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নারাইন। নিজস্ব চিত্র
টাকা থাকলেই আইপিএলেই ভাল দল গড়া যায় না। এই প্রতিযোগিতায় সফলতা পেতে পরিস্থিতি বুঝে দল সাজাতে হয়।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলটা সে ভাবে সাজাতে জানে। প্রথম দু’-তিন বছর কলকাতা নাইট রাইডার্স তারকাখচিত দল গড়ার পিছনে ছুটেছিল। কিন্তু তার পর থেকে দেখবেন কেকেআর হেঁটেছে তারকাহীন ও কার্যকরী দল গড়তে। তাই গত আট বছরে দলটা দু’বার চ্যাম্পিয়ন ও ছয় বার প্লে-অফে গিয়েছে। এ বারের দলটাতেও সেই একই ব্যাপার। এই কেকেআরে কুলদীপ যাদবকে বাদ দিলে কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশের ক্রিকেটার নেই। কিন্তু তার পরেও কেকেআর দল গঠনের পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট। দলটায় পাওয়ার প্লে-তে ক্রিস লিন ও সুনীল নারাইনরা আইপিএলের সেরা ওপেনিং জুটি। নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারে ওরা। তার পরে ৭-১৪ ওভারের মধ্যে স্কোরবোর্ডকে সচল রেখে দলকে এগিয়ে নিয়ে যায় রবিন উথাপ্পা, নীতীশ রান, শুভমন গিলরা। ওরা আট করে গড় রেখে রান বাড়িয়ে চলে। তার পরে শেষ পাঁচ ওভারে খেলার জন্য কলকাতা শিবিরে রয়েছে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা হিটার আন্দ্রে রাসেল। ওকে শুরুতে আউট না করলে ও বিপক্ষকেই নকআউট করে দেয়। কেকেআরের প্রথম দুই ম্যাচে তা দেখা গিয়েছে। সঙ্গে উইকেটকিপার-অধিনায়ক দীনেশ কার্তিক। বিকল্প হিসেবে রয়েছে কার্লোস ব্রাথওয়েট। কেউ তারকা নয়। ফলে দল তৈরি ও ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখতে সমস্যা হয় না।
ঠিক সে ভাবে বোলিং বিভাগেও পাওয়ার প্লে-তে যে কোনও দলের টপ অর্ডার ভেঙে দেওয়ার জন্য রয়েছে লকি ফার্গুসন। ওর বলের গতি দুর্দান্ত। সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম দুই ম্যাচেও ভালই বল করেছে। আছে অলরাউন্ডার রাসেল। কেরলের হয়ে গত মরসুমে ভাল খেলা সন্দীপ ওয়ারিয়র রয়েছে বিকল্প হিসেবে। ইডেনে গতি ও বাউন্সে কেকেআর বিপক্ষকে সমস্যায় ফেলবেই। এ বার আইপিএল হচ্ছে মার্চের শেষে। গোটা ভারতের পিচ শুষ্ক। যেখানে স্পিনারদের বাজিমাত করার সম্ভাবনা প্রবল। সুনীল নারাইন, কুলদীপ যাদব, ও পীযূষ চাওলাদের ভারতের মাটিতে খেলা বেশ কষ্টের। রয়েছে ইংল্যান্ডের উঠতি স্পিনার জো ডেনলিও। কলকাতা কিন্তু কোনও বরুণ চক্রবর্তীর মতো কোনও ক্রিকেটারকে হঠাৎ প্রচুর অর্থ ব্যয় করে চমক দেওয়ার জন্য নেয়নি। শাহরুখের দলটা কাপ জেতার জন্য পুরোপুরি পেশাদার মানসিকতা নিয়ে চলে। তাই এ ভাবে দল গঠন করতে পারে। সেই কারণেই গত আট বছর ধরে দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারছে।