দাদা ক্রিকেটার। বোন চিয়ারলিডার। এমন ঘটনা বোধহয় আইপিএলেই সম্ভব। দাদা তারকা ক্রিকেটার। আউট হয়ে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। আর বোন নাচছেন।
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জাক কালিসের বোন জেনিনের ক্ষেত্রে সেটাই হয়েছিল।
আইপিএলের দ্বিতীয় সংস্করণে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জাক কালিস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার ছিলেন। আর তাঁর বোন জেনিন কালিস ছিলেন চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডার।
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে আউট হয়ে কালিস ফেরার পরেই তাঁর বোন জেনিন এক মুখ হাসি নিয়ে নাচতে শুরু করেন।
চিয়ারলিডাররা তো এ ভাবেই দর্শকদের মনোরঞ্জন করেন। টুর্নামেন্টে এনে দেন অন্য জৌলুস। জেনিন সে দিন পেশাদারিত্বের পরিচয়ই দিয়েছিলেন, বলেন জাক।
কালিস বলেন, “ছোটবেলা থেকেই জেনিনের নাচের প্রতি আগ্রহ ছিল। চেন্নাই সুপার কিংসে ও সুযোগ পেয়েছিল। ওর জন্য পরিবার গর্বিত। চেন্নাইয়ের বিরুদ্ধে সে দিন আমি আউট হওয়ার পরে জেনিন খুব ভালই নেচেছিল।”
কালিস এখন ক্রিকেটার থেকে কেকেআরের কোচ। তাঁর বোনও এখনও আর চিয়ারলিডার নন আইপিএলে। সময় বদলে গিয়েছে। কাজের ধরনও বদলে গিয়েছে দাদা ও বোনের।
কালিসের বোন জেনিন বর্তমানে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ফিজিয়োথেরাপিস্ট।
জেনিনের বিয়ে হয়ে গিয়েছে। বোনের বিয়েতে দাদার দায়িত্ব পালন করতে ভোলেননি জাক। জেনিনেরও খেলায় আগ্রহ রয়েছে। তিনি এক জন অ্যাথলিট। দেশে বহু দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
সাইক্লিস্ট হিসাবেও পাহাড়ি রাস্তায় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
নিজের মেয়েকেও ক্রীড়াবিদ করতে পারলে খুশি হবেন, এমনটাই বলেন জেনিন।
স্বামী ও মেয়েকে নিয়ে দাদার খেলা দেখতে বহু বার গ্যালারিতেও উপস্থিত ছিলেন তিনি।
নাচ কিন্তু জেনিন এখনও ছাড়েননি, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এখনও।