কেকেআর ইনিংসের ১৫.২ ওভারের মাথায় (সন্ধে ৭.১৮) হাইকোর্ট প্রান্তে ডিজিটাল স্কোরবোর্ডের পিছনে বাতিস্তম্ভের বেশ কিছু আলো হঠাৎই নিভে গেল। থামল খেলা।
এই আলো-আঁধারির মাঝেই ঝলমল করে উঠলেন রাসেল। ক্রিজে অনুশীলন করছিলেন তিনি। সাইমন কাটিচ বল করছিলেন তাঁকে। সেখান থেকে কী ভাবে জয়ের দিকে এগোল কেকেআর?
ক্রিজে ফিরলেন নীতীশ রানা ও আন্দ্রে রাসেল। লোডশেডিংয়ে মনোসংযোগ নষ্ট হওয়ায় কেকেআর আদৌ ম্যাচ বার করতে পারবে কি না, তা নিয়ে গোটা ইডেন ছিল সংশয়।
১৫.৩ ওভারে মাঠে নেমে রশিদ খানের দ্বিতীয় বলেই আউট হন রানা। মাঠে নামেন শুভমন গিল। রশিদের শেষ বল বাউন্ডারির বাইরে পাঠালেন শুভমন। তখনও ২৪ বলে দরকার আরও ৫৯ রান।
১৬ ওভারের শুরুতে বল করতে নামলেন ভুবনেশ্বর কুমার। প্রথম পাঁচটি বল খেলেন তিনি, করেন পাঁচ রান। ছয় নম্বর বলটি খেলেন আন্দ্রে রাসেল। কেকেআরের স্কোর তখন ৪ উইকেটে ১২৯।
১৭ ওভারের শুরুতেই সিদ্ধার্থ কউলের বলে ডিপ মিড উইকেট পেরিয়ে ছয় রান করেন রাসেল।
১৭ ওভারের দ্বিতীয় বলে বোলারের মাথার উপর দিয়ে বল উড়ে গেল। ফের ছয় রান যোগ করেন আন্দ্রে।
১৭.৩ ওভারে এক রান যোগ করেন রাসেল। ১৭ তম ওভারের চতুর্থ বল খেলেন শুভমন। কোনও রান হয়নি ওই বলে।
১৭ ওভারের পঞ্চম বলে একস্ট্রা কভার পাওয়ারের ফলে আন্দ্রে ফের বাউন্ডারি হাঁকান কউলের বলে।
১৭ ওভারের শেষ বলে ১ রান যোগ হল। এটি ছিল ফুল টস। কেকেআরের রান দাঁড়াল ৪ উইকেটে ১৪৮।
১৮ ওভারের শুরুতে বল করতে এলেন ভুবি। বিপরীতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার, যাঁর স্টান্সটা সামান্য অনসাইড ঘেঁষা। গার্ড নেওয়ার সময় বাঁ পাটা একটু লেগ সাইডের দিকে সরে থাকে। মিডউইকেটে ফের চার রান।
১৮ ওভারের দ্বিতীয় বলে লেগ স্টাম্প থেকে ফুল ডেলিভারি করলেন রাসেল। ভুবির সামনেই বল গিয়ে পড়ল গ্যালারিতে দর্শকের মাঝে। সোজা ছয় রান।
১৮ ওভারের তৃতীয় বল। রাসেলের পাওয়ার ড্রাইভের কাছে ভুবনেশ্বর কুমারের ইয়র্কার কাজে লাগল না। ফের রান চার যোগ করলেন তিনি।
১৮.৪ ওভারের এই বলটি একেবারে ডট বল। এই বলে কোনও রান যোগ হয়নি। ১৮.৫ ওভারে ভুবনেশ্বর কুমারের নাকের ডগা দিয়ে কার্যত উড়ে গেল এই ‘একস্ট্রা কভার বাউন্ডারি’। এক্সট্রা কভারের ওপর দিয়ে বলটা ইডেনের গ্যালারিতে অবতরণ করল।
ওভারের শেষ বলে সুইপার কভারে সিঙ্গল নিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। অর্থাৎ রাসেল আবার স্ট্রাইকেই রইলেন। কেকেআরের রান দাঁড়াল ৪ উইকেটে ১৬৯। এসআরকে তখন একটু হাল্কা মেজাজেই গ্যালারিতে। পাশে ছিলেন জুহি চাওলাও।
শেষ ওভারের প্রথম বলে শাকিব আল হাসান এলেন বল করতে। প্রথম বলটি ওয়াইড। পরের বলে ডিপ স্কোয়ার লেগে ফের যোগ হল এক রান।
১৯.২ ওভারে শাকিবের মুখোমুখি শুভমন গিল। লং অনে ক্লিন স্ট্রাইক মারলেন শুভমন। আবারও ওভার বাউন্ডারি। যোগ হল ছয় রান।
১৯.৩ ওভারে কোনও রান হল না। ফের শুভমনের মুখোমুখি শাকিব।
১৯.৪ ওভারে আবারও শাকিবের বলে সোজা ছয় মারলেন শুভমন। ‘বার্থডে বয়’ শাকিবকে দু’টো ছয় মেরে খেলা শেষ করে দিলেন তিনি। জয় দিয়ে ১২তম আইপিএল শুরু করল কেকেআর।