উইকেট নেওয়ার পরে ডেল স্টেইন। — ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার পেস বোলার নাথান কুল্টার নাইলের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছিল ডেল স্টেইনকে। মাত্র দু’টি ম্যাচ খেলার পরে আইপিএল ছেড়ে চলে যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকান বোলারকে।
স্টেইনের চোটে ফের ধাক্কা খেল আরসিবি। চলতি আইপিএল মোটেও ভাল যায়নি ব্যাঙ্গালোরের। স্টেইনকে দলে পাওয়ায় জয়ের রাস্তায় ফিরেছিল আরসিবি। বোলিংয়ে প্রাণ ফিরে পেয়েছিল ব্যাঙ্গালোর। স্টেইন ছিটকে যাওয়ায় আরসিবি বোলিং বিভাগে ফের রক্তাল্পতা।
কাঁধের চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর খেলতে দেখা যাবে না প্রোটিয়া বোলারকে। তাঁর কাঁধ ফুলে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘কাঁধের চোটের জন্য স্টেইনকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চোটের জন্য চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর খেলতে পারবে না স্টেইন।’’
আরও পড়ুন: জমজমাট ওপেনিং
আরও পড়ুন: নিলামে চেন্নাই আমাকে আর কিনবে না তাহলে… কেন বললেন ধোনি?
আরসিবির হয়ে প্রেটিয়া বোলার চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেন। তাঁর উপস্থিতিতে দুটো ম্যাচই জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স। দুটো ম্যাচ থেকে স্টেইনের সংগ্রহ চারটি উইকেট। আরসিবি জানিয়েছে, ‘‘স্টেইনের উপস্থিতি দলকে সাহায্য করেছে। স্টেইনকে আমরা মিস করব।’’