রাহুল জোহরি। ফাইল চিত্র।
স্বার্থ সংঘাতের অভিযোগ নিয়ে অম্বাডসমান বিচারপতি (অবসরপ্রাপ্ত) ডি কে জৈন যদি সচিন তেন্ডুলকর এবং ভি ভি এস লক্ষ্মণকে সমন পাঠান, সেই শুনানিতে বোর্ডের সিইও রাহুল জোহরি এবং আইনজীবীরাও থাকবেন।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দলের মেন্টরের দায়িত্বে আছেন সচিন এবং লক্ষণ। সঙ্গে তাঁরা বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যও। তাই অভিযোগ উঠেছিল দ্বৈত ভূমিকায় স্বার্থ সংঘাতে জড়িয়ে পড়েছেন তাঁরা। দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই অভিযোগের পরে তাঁদের জবাব দিয়েছেন। সেখানে স্বার্থ সংঘাতের কথা অস্বীকার করেছেন তাঁরা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ভারতীয় বোর্ডের ধারণা, বিচারপতি জৈন দুই ক্রিকেটারকেই শুনানির জন্য ডেকে পাঠাবেন। সেখানে ভারতীয় বোর্ডের তরফে তাই থাকবেন সিইও জোহরি। ভারতীয় বোর্ডের এক সিনিয়র কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘মিডিয়ায় একটি অংশে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। বোর্ডের নীতি এ ক্ষেত্রেও একই রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই সচিন এবং লক্ষণকে যদি নীতি নির্ধারক কর্তার সামনে হাজির হতে হয়, সেখানে রাহুল এবং আইনজীবীদের দল থাকবে। এ বিষয়ে নিশ্চিত ভাবে বোর্ডও অন্যতম পক্ষ।’’