প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে নেই উইলিয়ামসন। —ফাইল চিত্র।
মাঠে নামার আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর জন্য স্বস্তির খবর। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন হিসেবে টস করতে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে।
তাঁর পরিবর্তে নেতৃত্বের আর্মব্যান্ড পরবেন ভুবনেশ্বর কুমার। কেন উইলিয়ামসনের মতো নেতা ক্রিকেটবিশ্বে সমাদৃত। তাঁর ক্রিকেটপ্রজ্ঞার প্রতি শ্রদ্ধা রয়েছে সবার। হায়দরাবাদ কোচ টম মুডিও বলেছেন, ‘‘উইলিয়ামসন বিশ্বমানের ক্যাপ্টেন।’’
এ হেন উইলিয়ামসন না থাকার অর্থ তো অ্যাডভান্টেজ কেকেআর! মানতে নারাজ সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি। তিনি বললেন, ‘‘উইলিয়ামসনের চোটটা দীর্ঘমেয়াদি নয়। উইলিয়ামসন যদি খেলতে নাও পারে, তা হলেও সমস্যার কিছু নেই। সে ক্ষেত্রে নেতৃত্ব দেবে ভুবনেশ্বর কুমার।’’
আরও পড়ুন: চিপকে ‘বৃদ্ধ’ সিংহের হুঙ্কার, টুইটে যুবি লিখলেন...
কিউয়ি ক্রিকেটার দক্ষ হাতে দল পরিচালনা করায় গত বার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল সানরাইজার্স। এ বার টুর্নামেন্ট শুরুর আগেই চোটের লাল চোখ দেখতে হয় তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পান উইলিয়ামসন। সেই চোট পুরোদস্তুর সারিয়ে উঠলে তবেই হয়তো উইলিয়ামসনকে ব্যবহার করবে সানরাইজার্স।
রবিবারের ইডেনের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা। নির্বাসন কাটিয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার। শহরের ফ্র্যাঞ্জাইজির জন্য গলা ফাটাবে কলকাতা। সেই সঙ্গে ভুবির দল পরিচালনার দিকেও তাকিয়ে থাকবেন সবাই।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)