ইডেনে বুধবার রাতে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। বাটলার-স্টোকসরা না থাকলেও যে ভাবে নিজেদের শেষ ম্যাচে কোহালিদের উড়িয়ে দিয়েছে রাজস্থান, তাতে যথেষ্ট চাঙ্গা থাকবেন আজিঙ্ক রাহানেরা। রাজস্থানকে হারাতে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত নাইটদের? কার্তিকদের জন্য রইল কিছু টিপস।
রাহুল ত্রিপাঠি গত ম্যাচে দুরন্ত ব্যাট করেছেন। নাইটদের প্রথম লক্ষ্য থাকবে বাটলারহীন রাজস্থান ওপেনিংকে প্রথম থেকেই চাপে রাখা এবং ত্রিপাঠিকে আউট করা। ছবি: এএফপি।
দক্ষিণ আফ্রিকায় ভারতের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন হেনরিক ক্লাসেন। গত ম্যাচেও ভাল ব্যাট করেছেন। তাঁর দিকে বিশেষ নজর রাখতে হবে। ছবি: ।
রাজস্থানের বোলিংয়ের প্রধান অস্ত্র তাদের স্পিনাররা। গোপাল-সোধি-গৌতমদের জন্য আলাদা করে ভাবতে হবে নাইট থিঙ্কট্যাঙ্ককে। ছবি: এএফপি।
ইডেনের পিচে পেস আর বাউন্স থাকবে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে জোফ্রা আর্চার, লগলিন, উনাদকটরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ছবি: এএফপি।
ব্যাট এবং বলে অলরাউন্ডার নারাইনকে একটা ভাল পারফরম্যান্স দিতে হবে আজ। নারাইনের ২৪টা বল ইডেনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবি: পিটিআই।
ইডেনের পিচ গতিময় হবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে কৃষ্ণ-রাসেলদের বড় ভূমিকা থাকবে। আর ফিট থাকলে অবশ্যই প্রথম একাদশে রাখা উচিত শিবম মাভিকে। ছবি: এএফপি।
লিন-রবিনকে পরিণত ব্যাটিং করতে হবে। গত ম্যাচে দু’জনেই রান করেছেন। এ দিনও তাঁদের ভাল ফর্ম বজায় রাখতে হবে। ছবি: এএফপি।