বোর্ডের বৈঠকে নির্বাচক এবং সচিবের সঙ্গে কোহলি। ছবি: পিটিআই।
এক নয়, দুই নয়, চার বছর বাদে ভারতীয় টেস্ট টিমে প্রত্যাবর্তন ঘটল লেগস্পিনার অমিত মিশ্রের। বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট স্কোয়াড পদ্মাপারে পাঠিয়েছিল ভারত, তার থেকে এটাই টিমে একমাত্র বদল। এক লেগস্পিনার ছিটকে গেলেন। কর্ণ শর্মা। তাঁর জায়গায় আর এক লেগস্পিনার ঢুকলেন। অমিত মিশ্র।
২০১১ সালে ইংল্যান্ডে ভারতের অভিশপ্ত সফরে টিমের সদস্য ছিলেন মিশ্র। কিন্তু দু’টো ম্যাচ খেলে মাত্র তিনটে উইকেট তিনি পান। গড় ছিল ১০৬.৬৬। গত রঞ্জি মরসুমে হরিয়ানার হয়ে ছ’টা ম্যাচ খেলেন অমিত, পান দশটা উইকেট। সাম্প্রতিক পারফরম্যান্স দুর্ধর্ষ না হলেও তিনি যে বরাবরই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনায় ছিলেন সেটা এ দিন দল নির্বাচনী বৈঠকের পর বলে দিলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাটিল।
শ্রীলঙ্কা সফরের জন্য বৃহস্পতিবার ভারতীয় টিম বেছে নিলেন নির্বাচকরা। আগামী ১২ অগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নেমে পড়বে ভারত। সব মিলিয়ে তিনটে টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। সিরিজের তাৎপর্য অবশ্য অন্য জায়গায়। শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম উইকেটকিপার ব্যাটসম্যানের এটাই জীবনের শেষ টেস্ট সিরিজ। প্রথম দু’টো টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বরাবরের মতো বিদায় জানাবেন তিনি। এবং ভারতীয় নির্বাচকদের মনে হচ্ছে, শ্রীলঙ্কায় যা পরিবেশ তাতে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে মিশ্রর সাফল্যের ভাল রকম সম্ভাবনা আছে।
‘‘অমিত মিশ্র বরাবরই আমাদের ভাবনায় ছিল। গত বছরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও রিজার্ভে ছিল। তবে চূড়ান্ত একাদশ বেছে নেবে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। আমাদের শুধু মনে হয়েছে যে শ্রীলঙ্কার পরিবেশে মিশ্রর সফল হওয়ার সম্ভাবনা ভাল রকম আছে,’’ নায়দিল্লিতে এ দিন নির্বাচনী বৈঠক শেষে বলে দেন পাটিল। পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসুরি হিসেবে ঋদ্ধিমান সাহাকে নিয়ে সাম্প্রতিকে যে কথাবার্তা উঠছে, তা অর্থহীন। কিপিং নিয়ে কারও মনে সন্দেহ না থাকলেও মিডিয়ার কোনও কোনও অংশে বাংলার ঋদ্ধিমানের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু জাতীয় নির্বাচক কমিটি কমিটির চেয়ারম্যান বলে দিচ্ছেন, ধোনির পরিবর্ত এক দিনে হয়ে ওঠা কারও পক্ষে সম্ভব নয়। ‘‘ওর টেকনিক আছে কি না, সেটা তো সময় বলবে,’’ বলে দেন পাটিল। সঙ্গে যোগ করেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স দেখেই আমরা ওকে নিয়েছি। কেউ এসেই ধোনির মতো খেলতে শুরু করে দেবে, এটা ভাবাটা অন্যায়। কিন্তু আমরা বিশ্বাস রাখি ঋদ্ধিমানের উপর। বিশ্বাস করি যে টিমে ও ব্যালান্স আনবে।’’
কর্ণ শর্মা এবং মহম্মদ শামির টিমে জায়গা হয়নি চোটের কারণে। জিম্বাবোয়ে সফরের আগে কর্ণের আঙুল ভেঙে গিয়েছিল। শামি আবার পায়ের চোট থেকে এখনও সম্পূর্ণ সুস্থ নন। তবে লোকেশ রাহুল টিমে ফিরেছেন। বাংলাদেশের বিরুদ্ধে গত জুনে একমাত্র টেস্টে তিনি স্কোয়াডে থেকেও যেতে পারেননি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ায়। যা অবস্থা, তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হাতে তিনটে ওপেনার থাকল। রাহুল। মুরলী বিজয়। এবং শিখর ধবন।
এ দিকে, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি আবার সফরের আগে একটা প্র্যাক্টিস ম্যাচ চেয়ে নিয়েছেন। ২৯ জুলাই থেকে ভারত ‘এ’-র হয়ে তিনি অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে নামবেন।
১৫ সদস্যের ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক)
শিখর ধবন
মুরলি বিজয়
লোকেশ রাহুল
চেতেশ্বর পূজারা
আজিঙ্ক রাহানে
রোহিত শর্মা
ঋদ্ধিমান সাহা
হরভজন সিংহ
রবিচন্দ্রন অশ্বিন
উমেশ যাদব
ইশান্ত শর্মা
ভুবনেশ্বর কুমার
অমিত মিশ্র
বরুণ অ্যারণ