Indian Olympic Association

লক্ষ্য ২০৩৬, অলিম্পিক্স আয়োজনের লিখিত দাবি ভারতীয় অলিম্পিক্স সংস্থার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এই বছর অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের বলেছিলেন, অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে। যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১৪
Share:
Neeraj Chopra

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানাল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। লিখিত ভাবে আবেদন জানিয়েছে তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এই বছর অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের বলেছিলেন, অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে। যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন। তার পরেই শুরু হয়েছিল প্রস্তুতি। তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়। কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।

২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে অনেকগুলি শহর আবেদন করেছে।

Advertisement

বিভিন্ন সময়ে মোদীকে বলতে শোনা গিয়েছিল ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন, “২০৩৬ সালে ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার চেষ্টায় আমরা কোনও খামতি রাখব না। ১৪০ কোটি ভারতীয়ের এটা বহু দিনের স্বপ্ন।”

যে যে দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করেছে, সেই দেশগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে আয়োজককে। তবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা দেখবে কোন দেশ অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে যোগ্য। তার পর সিদ্ধান্ত নেবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement