Asian Champions Trophy Hockey

প্রতিপক্ষ নিয়ে না ভেবে সব ম্যাচ জেতাই লক্ষ্য, পাকিস্তানকে হারিয়ে মন্তব্য হরমনপ্রীতের

এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে উঠে ভারত অধিনায়ক মুখে সতীর্থদের কথা। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধেও সেরাটা উজাড় করে দিতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ২৩:০৫
Share:

পাকিস্তানকে হারানোর পর উচ্ছ্বাস ভারতীয় হকি দলের। ছবি: টুইটার।

পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে উঠে গেল ভারত। প্রতিযোগিতার লিগ পর্বে ভারতই এক মাত্র অপরাজিত থাকল। স্বভাবতই দলের পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ। অন্য দিকে, প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও সতীর্থদের খেলার প্রশংসা করলেন পাকিস্তানের অধিনায়ক উমর ভুট্টো।

Advertisement

ম্যাচের পর হরমনপ্রীত বললেন, ‘‘লিগ পর্বের সেরা দল হিসাবে সেমিফাইনালে উঠে খুব ভাল লাগছে। প্রতিটি ম্যাচ ভাল খেলাই আমাদের লক্ষ্য। সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলি আমরা। প্রতিপক্ষ দল নিয়ে ভাবি না। নিজেদের সেরাটা দিতে চাই শুধু মাঠে নেমে। সব ম্যাচ জিততে পারা অবশ্যই গুরুত্বপূর্ণ।’’ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচের পরিকল্পনা নিয়ে কিছু বলতে চাইলেন না ভারতীয় দলের অধিনায়ক। হরমনপ্রীত শুধু বললেন, ‘‘সেমিফাইনাল অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে ভাল খেলা। প্রতিযোগিতার প্রথম থেকে যেমন খেলছি, সেমিফাইনালেও তেমন খেলতে চাই।’’ সাফল্যের জন্য গোটা দলকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি।

বুধবারের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। সেরা জুনিয়র খেলোয়াড় হয়েছেন ভারতের বিবেক সাগর প্রসাদ। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জাপানের সঙ্গে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। প্রতিযোগিতা থেকে পাকিস্তান ছাড়াও বিদায় নিল চিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement