আগাস্টায় র‌্যাঙ্কিং ভাল করার লড়াই অনির্বাণের

স্বপ্নের গল্ফ কোর্সে কাট পাওয়া। স্বপ্নের গল্ফ কোর্সে হাড্ডাহাড্ডি লড়াই। আগাস্টা মাস্টার্সে অনির্বাণ লাহিড়ীর অভিষেকটা কিন্তু স্মরণীয় হয়ে রইল। তা তিনি শনিবার তিন রাউন্ড শেষে লিডারবোর্ডে ৫১ নম্বরে থাকলেও। স্কোর ৪ ওভার ২২০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০৩:০২
Share:

আগাস্টা মাস্টার্সে অনির্বাণ। ছবি: এএফপি।

স্বপ্নের গল্ফ কোর্সে কাট পাওয়া। স্বপ্নের গল্ফ কোর্সে হাড্ডাহাড্ডি লড়াই। আগাস্টা মাস্টার্সে অনির্বাণ লাহিড়ীর অভিষেকটা কিন্তু স্মরণীয় হয়ে রইল। তা তিনি শনিবার তিন রাউন্ড শেষে লিডারবোর্ডে ৫১ নম্বরে থাকলেও। স্কোর ৪ ওভার ২২০।

Advertisement

খেলায় উন্নতি আনলেও কয়েকটা খারাপ শটের কারণে টেবলের উপরের দিকে উঠে আসতে পারলেন না সাতাশ বছরের ভারতীয় গল্ফার। ভুলগুলোর কথা স্বীকার করে নিজেই বলছেন অনির্বাণ, ‘‘প্রথম ছয় থেকে সাত হোল খুব ভাল খেলেছিলাম। তারপরেই একটা খারাপ শট মারি।’’ ঠিক সেই সপ্তম শটটাই উপরে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল অনির্বাণের জন্য। যিনি এ দিন প্রথম ছটার মধ্যে ছটা শটেই ‘পার’ মারেন। কিন্তু সাত নম্বর হোলে ডাবল বোগি করে বসেন তিনি। ‘‘সপ্তম হোলে আমার শটটা খুব খারাপ ছিল। সেখান থেকে বোগি তো হলই না, ডাবল বোগি হয়ে গেল আমার,’’ বলছেন অনির্বাণ।

প্রত্যাশার চাপেই হোক বা মাস্টার্সে অভিজ্ঞতার অভাব, সময় যত এগোতে থাকে, অনির্বাণের ভুলগুলো বাড়তে থাকে। এগারো নম্বর হোলে ফের বোগি করেন অনির্বাণ। যাঁর একমাত্র বার্ডি আসে ১২ নম্বর হোলে। পনেরো নম্বর হোলেও আর একটা বার্ডি পেতে পারতেন। কিন্তু সেটাও বোগি হয়ে বসল। ভারতীয় গল্ফার বলছেন, ‘‘তিন বার দিনে ড্রপ শট মারলাম। সাত নম্বর হোলের পরে পনেরো নম্বরে ২০ ফুট থেকে বার্ডি মারতে পারলাম না। পনেরো নম্বর হোলেও বার্ডির সুযোগ নষ্ট করি। তৃতীয় রাউন্ডে এই দুটোই বড় ব্যর্থতা ছিল আমার।’’

Advertisement

অনির্বাণ যখন লড়াই চালাচ্ছিলেন লিডারবোর্ডে উপরের দিকে ওঠার, নিজের র‌্যাঙ্কিং ভাল করার, ট্রফি জয়ের লড়াইয়ে একাই দাপট দেখাচ্ছিলেন মার্কিন গল্ফার জর্ডান স্পিয়েথ। তিন দিনের মধ্যে সবথেকে খারাপ গল্ফ খেলেও তৃতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডে প্রথমে ছিলেন তিনি। স্কোর ১৬ আন্ডার ২০০। যিনি এই আগাস্টা মাস্টার্সের জন্য আবার অভিনব ভাবে দুটো বাড়ি ভাড়া করেছিলেন। একটা বাড়ি নাকি ঘুমানোর জন্য। আর একটা বন্ধুদের নিয়ে পার্টি করার জন্য। মার্কিন গল্ফারের এক বন্ধু বলেন, ‘‘হ্যা জর্ডানের দুটো বাড়ি ভাড়া করা। একটায় ও বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, মজা করে। আর সেই বাড়ির টিভিতে গল্ফ চালানো নিষেধ।’’

তবে স্পিয়েথের পিছনে শেষ রাউন্ডেও ধাওয়া করে চলেছেন জাস্টিন রোজ ও ফিল মিকেলসন। এক দিকে রোজের স্কোর ১২ আন্ডার ২০৪। পাশাপাশি অভিজ্ঞ গল্ফার ফিল মিকেলসন করেছেন ১১ আন্ডার ২০৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement