৬৫ জন পুরুষ এবং ৫৪ জন মহিলা অ্যাথলিট দেশের হয়ে রিওর অলিম্পিক্স আসরে নামছেন। অনেক অ্যাথলিটের উপর প্রবল আশাও রয়েছে এ বার। আশা করা হচ্ছে গত বারের থেকে এ বারে বেশি পদক আনতে পারবেন তাঁরা। নদিয়া থেকে হায়দরাবাদ কিংবা কাশ্মীর থেকে চেন্নাই, প্রতিযোগী রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই লড়াইয়ে দেশের সেনাবাহিনীও বাদ নেই। এ বারে মোট ১৩ জন সেনা জওয়ান অলিম্পিক্সে যোগ দিচ্ছেন। পরিচয় করে নেওয়া যাক সেনাবাহিনীর সেই অ্যাথলিটদের সঙ্গে।