ফাইল চিত্র।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’টি পেনাল্টি কর্নার পেয়েও তা থেকে গোল করতে পারেননি গুরজিৎ কৌররা। আজ, মঙ্গলবার মেয়েদের বিশ্বকাপে চিনের বিরুদ্ধে খেলতে নামার আগে সেটাই বড় মাথাব্যথার কারণে পরিণত হয়েছে কোচ ইয়ানেকে স্কপম্যানের। তিনি বলেছেন, “পেনাল্টি কর্নার থেকে গোল না করতে পারা ব্যর্থতা বলেই গণ্য হয়ে থাকে। এই ভুল যত দ্রুত সম্ভব শুধরোতে হবে। তা হলেই জয় নিশ্চিত হতে পারে।”
প্রথম ম্যাচে রবিবার চিনও ২-২ ড্র করেছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দলের কোচ। তাঁর যুক্তি, “আমরা শিবিরে পেনাল্টি কর্নারে নিখুঁত হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি। ম্যাচে তার প্রতিফলন না হলে লক্ষ্য থেকে ছিটকে যেতে হয়। কমনওয়েলথ গেমসের আগে এই বিশ্বকাপ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সেটা বুঝতে হবে খেলোয়াড়দের।”
সাম্প্রতিক সময়ে ভারতীয় মহিলা দলে আক্রমণের সেরা মুখ হয়ে উঠেছেন গুরজিৎ কৌর, দীপ গ্রেস এক্কা এবং নিক্কি প্রধান।