ভারতীয় মহিলা ক্রিকেট দল।
মিতালী রজের অধিনায়কত্বে বিশ্বকাপের য়োগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। মঙ্গলবারই ১৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ৩ থেকে ২১ ফেব্রুয়ারি কলোম্বোতে হবে এই খেলা। ভারতীয় দল শেষ খেলেছেন ব্যাঙ্ককে এশিয়া কাপ টি২০তে। চ্যাম্পিয়নও হয়েছে। সেই দলের দুই সেরা প্লেয়ার হরমনপ্রীত কাউর ও স্মৃতি মন্ধনা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলছেন। এর পরই তাঁরা যোগ দেবেন বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের জন্য।
বিশ্বকাপের য়োগ্যতা নির্ণায়ক পর্বে ভারত রয়েছে গ্রুপ এতে। একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও তাইল্যান্ড। গ্রুপ বিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবেন ঝুলনরা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। সব দল প্রথম পর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা তিন প্লেয়ার খেলবে সুপার সিক্সে। ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর।
ভারতীয় দল: মিতালী রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কাউর, স্মৃতি মন্ধনা, থিরুশ কামিনী, ভেদা কৃষ্ণমূর্তি, দেবিকা ভৈদ্য, সুস্মা ভর্মা (উইকেট কিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ড্যস সুকন্যা পারিদা, পুনম যাদব, একতা বিস্ত, রাজেশ্বরী গায়কোয়াড় ও দীপ্তি শর্মা।
আরও খবর: সঙ্কটে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ