কলম্বোতে জয়ের স্থপতি হরমনপ্রীতের উচ্ছ্বাস।-পিটিআই
শেষ দু’বলে আট রান তুলে নাটকীয় ভাবে মেয়েদের বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে জিতল ভারত। এক উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ২৪৫ রান জয়ের জন্য তাড়া করতে নেমে ভারতের টপ আর্ডার দারুণ জবাব দেয়। ওপেনার মোনা মেশরাম (৫৯) ও দীপ্তি শর্মার (৭১) হাফসেঞ্চুরি ভারতকে ১৪৪ রানে পৌঁছে দিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল ভারত সহজেই জিতে যাবে। ভারতের রান তখন ৪৩ ওভারে ২০৯-৪। দক্ষিণ আফ্রিকান বোলাররা দ্রুত চার উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছিল ভারতকে। ১৪ রানের মধ্যে চার উইকেট হারায় ভারত। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর শেষ দু’বলে একটা ছক্কা আর খুচরো দু’রান তুলে দলকে জেতান তিনি। শেষ পর্যন্ত ৪১ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত।