India Women Hockey Team

Hockey Asia Cup: চিনকে হারিয়ে ভারতের ব্রোঞ্জ

দ্বিতীয়ার্ধে ভারতীয় দল আর কোনও গোল করতে ব্যর্থ হয়। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেছিলেন ভারতের মেয়েরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৮:৩৮
Share:

চিনকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের। ছবি টুইটার।

মহিলাদের এশিয়া কাপ হকিতে গত বারের চ্যাম্পিয়ন ভারতকে এ বার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল। শুক্রবার ব্রোঞ্জের লড়াইয়ে ভারতের মেয়েরা ২-০ হারায় চিনকে। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারের পরেই ভারতের আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়।

Advertisement

এ দিন অবশ্য বিরতিতেই ভারতের মেয়েরা ২-০ এগিয়ে গিয়েছিলেন। ১৩ মিনিটে শর্মিলা দেবী এবং ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গুরজিৎ কউর ভারতকে এগিয়ে দিয়েছিলেন। তবে দ্বিতীয়ার্ধে ভারতীয় দল আর কোনও গোল করতে ব্যর্থ হয়। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেছিলেন ভারতের মেয়েরা। তার পরে এটাই প্রথম প্রতিযোগিতা ছিল তাঁদের। তবে করোনার জন্য যথেষ্ট অনুশীলন করতে পারেননি তাঁরা। যার অভাব স্পষ্ট ছিল এই প্রতিযোগিতায় ভারতীয় দলের খেলায়।

ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-২ হারিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জাপান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement