নাথান লিঁয়। ছবি: এএফপি।
আঙুলে চোট। তবুও তিনি আত্মবিশ্বাসী খেলতে পারবেন রাঁচি টেস্টেও। অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লিয়ঁ। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে আট উইকেট নিয়ে জোড় ধাক্কা দিয়েছিল ভারতীয় ব্যাটিংকে। দ্বিতীয় ইনিংসে সেই সাফল্য আর আসেনি। যেটা ভারতকে সাহায্য করেছিল জিততে। বেঙ্গালুরু টেস্টের শেষের দিকে আঙুলে চোট পান লিঁয়। দুই টেস্ট মিলে ৮০ ওভার বল করে ফেলেছেন লিঁয়। তিনি বলেন, ‘‘গতবার যখন খেলতে এসেছিলাম তখনও একই অবস্থা হয়েছিল। তৃতীয় টেস্টের সময়। কিন্তু তিন দিন পর আবার খেলার জন্য ফিট হয়ে গিয়েছিলাম। যে কারণে আমি পরের টেস্ট খেলতে পারব বলেই মনে করছি। যদিও দল নির্বাচনের উপর নির্ভর করবে পুরোটা।’’
আরও খবর: কোহালির একধাপ নামার দিনে আবার শীর্ষে অশ্বিন
তিনি চোটে কাবু হতে পারেন। তার মধ্যেই কিন্তু ভারতকে চাপে ফেলতেও বার্তা দিতে ভুলছেন না। তাঁর মতে, চাপে কিন্তু ভারতই। তিনি বলেন, ‘‘তৃতীয় টেস্টের আগে কিন্তু চাপে থাকবে ভারতই। আমাদের উপর কোনও চাপ নেই। এখানে আসার আগে সকলেই বলেছিল আমরা সিরিজ ৪-০তে হারব। তারা ঠিক বলেননি। আমাদের বিশ্বাস ছিল আমরা বিশ্বের যে কোনও সেরা দলকে হারাতে পারব। প্রথম টেস্টেই আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। দ্বিতীয় টেস্টেও জয়ের কাছাকাছি চলে এসেছিলাম।’’
ভারতীয় দলের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। ভারতের আবহাওয়ায় ওরা সব সময়ই ভয়ঙ্কর। তার মধ্যেই যদি আমরা ওদের বিরুদ্ধে প্রতিযোগিতাটা চালিয়ে যাই, ব্যাটিং ও বোলিংয়ে ভাল পার্টনারশিপ তৈরি করতে পারি, ২০ উইকেট নিতে পারি তা হলেই প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। সত্যি কথা বলতে কী ওরা অনেকটাই চাপে।’’ পুণের পিচ নিয়ে যতই কাটাছেঁড়া হোক না কেন সেটা লিয়ঁর কাজেই লেগেছে। বেঙ্গালুরু টেস্টে তো তিনি সফলই। পিচ নিয়ে এই অফ-স্পিনার বলেন, ‘‘শেষ দুই পিচেই ভাল বাউন্স পেয়েছি। কিন্তু সবটাই নির্ভর করে পিচের চরিত্রের উপর। আমি জানি রাঁচিতে তিনটি পিচ রয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে কোন পিচে খেলা হবে তার উপর।’’