ব্যাটসম্যানদের দুরন্ত লড়াইয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা। ছবি: এএফপি।
শেষ হল দিল্লি টেস্ট।প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর রোশেন সিলভা-ধনঞ্জয় ডি'সিলভার দুরন্ত লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয়। ধনঞ্জয় ছাড়াও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেন রোশেন সিলভা। প্রথম ইনিংসে ০ রানে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৪ করেন রোশেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
• ১০০ ওভারে শ্রীলঙ্কা ২৯৫/৫।
• ৯৬ ওভারে শ্রীলঙ্কা ২৮৮/৫।
• ৯১ ওভারে শ্রীলঙ্কা ২৭০/৫।
• অর্ধশতরান করলেন রোশেন সিলভা।
• ৮৫ ওভারে শ্রীলঙ্কা ২৪৩/৫।
আরও পড়ুন: শ্রীলঙ্কা শিবিরে ডাক্তার-বিতর্ক
আরও পড়ুন: মুখোশের ক্রিকেট, কটাক্ষ মমতার
চলছে দিল্লি টেস্টের অন্তিম দিনের খেলা। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩১/৩। কিন্তু, পঞ্চম দিনের শুরুতেই আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এর পরই চান্ডিমল এবং ধনঞ্জয় ডি'সিলভার দুরন্ত ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই চালায় শ্রীলঙ্কা। ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন শ্রীলঙ্কা অধিনায়ক। আউট না হলেও রিটায়র্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ডি'সিলভা। শ্রীলঙ্কার হয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছেন রোশেন সিলভা এবং নিরোশন ডিকবেলা।