সমরবিক্রমকে আউট করে শামির উচ্ছ্বাস।—নিজস্ব চিত্র।
• শেষ হল চতুর্থ দিনের খেলা। দিনের শেষে শ্রীলঙ্কা ৩১/৩। শ্রীলঙ্কার হয়ে ক্রিজে রয়ছেন ধনঞ্জয় ডি'সিলভা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ।
• ১৬ ওভারে শ্রীলঙ্কা ৩১/৩।
• শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন। আউট হলেন সুরঙ্গ লকমল(০)।
• শ্রীলঙ্কা ৩১/২।
• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। আউট হলেন করুণারত্নে(১৩)।
• শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। শামির বলে ক্রিজ ছাড়লেন সমরবিক্রম(৫)।
• দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামল শ্রীলঙ্কা।
• ইনিংস ঘোষণা ভারতের। শ্রীলঙ্কাকে ৪১০ রানের টার্গেট দিল ভারত।
• ৫২ ওভারে ভারত ২৪২/৫।
• আউট হলেন বিরাট কোহালি। ৫০ রান করে গামাগের বলে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক।
• ৪৭ ওভারে ভারত ২০৯/৪
• টি ব্রেক শেষে শুরু হল খেলা।
• টি ব্রেক।
• ৪৩ ওভারে ভারত ১৯২/৪।
• ৩৯ ওভারে ভারত ১৬৭/৪।
• আউট হলেন শিখর ধবন। ৬৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিখর।
• ৩৪ ওভারে ভারত ১৩১/৩
• আরও একটি উইকেট হারাল ভারত। ৪৯ রানে আউট হলেন চেতেশ্বর পূজারা।
• প্রাথমিক ধাক্কা সামলে দিচ্ছেন পূজারা এবং ধবন।
• ২৪ ওভারে ভারতের রান দুই উইকেটে ৮২।
• আউট হলেন রাহানে।
• দ্বিতীয় উইকেট হারাল ভারত।
• ১৩ ওভারে ভারতের রান এক উইকেটে ২৮।
• এ দিনও শ্রীলঙ্কার ক্রিকেটারদের ‘মাস্ক’ পরে ফিল্ডিং করতে দেখা যায়।
• ব্যাট করছেন রাহানে এবং ধবন।
৩৭৩ রানে থেমে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সোমবারের পর এ দিন আর মাত্র ১৭ রান যোগ করতে পারেন শ্রীলঙ্কার দুই অপারাজিত ব্যাটসম্যান চান্দিমাল এবং সান্দাকান। প্রথন ইনিংসে ১৬২ রানে অপরাজিত থেকে যান চান্দিমাল।
১৬৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিরাট বাহিনী। তবে প্রথম ইনিংসে ১৫৫ রান করা মুরলী বিজয় দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারলেন না। মাত্র ৯ রানে আউট হয়ে যান তিনি।
আরও পড়ুন: ফের সুপারম্যান ঋদ্ধিমান, অ্যাশেজে বিস্ময় ক্যাচ লায়নের
প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে ভারত। তৃতীয় টেস্ট জিতে ২-০ তে সিরিজ জিতে নেওয়া ভারতের লক্ষ্য হলে শ্রীলঙ্কার লক্ষ্য সিরিজে সমতায় ফেরা। যা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।