India vs Sri Lanka

৩১২/২, চালকের আসনে ভারত

দ্বিতীয় দিনে অপ্রতিরোধ্য ভারতীয় ব্যাটসম্যানরা। মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারার জোড়া শতরানে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১১:১৬
Share:

ভারতীয় ইনিংসের দুই কাণ্ডারী চেতেশ্বর পূজারা এবং মুরলী বিজয়। ছবি: বিসিসিআই।

শেষ হল নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এ দিন গোটা ম্যাচেরই নিয়ন্ত্রণ ছিল ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। মূলত মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারার জোড়া শতরানের উপর নির্ভর করেই ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রাখে ভারত। ১২৮ রান করে আউট হন মরলী বিজয়। এ দিনের এক মাত্র উইকেটটি নেন রঙ্গনা হেরথ।

Advertisement

• ৯৮ ওভারে ভারত ৩১২/২।

• ৯৭ ওভারে ভারত ৩০৭/২।

Advertisement

• অর্ধশতরান করলেন বিরাট কোহালি।

• ১০০ রানের লিড নিল ভারত।

• ৮৯ ওভারে ভারত ২৭২/২।

• ৮৮ ওভারে ভারত ২৭০/২।

• ৮৭ ওভারে ভারত ২৬৫/২।

• সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা।

• ৭৮ ওভারে ভারত ২২৯/২।

• ক্রিজে এলেন বিরাট কোহালি।

• আউট হলেন মুরলী বিজয়।১২৮ রান করে আইট হলেন মরলী।

• ৭৫ ওভারে ভারত ২১৬/১।

• শ্রীলঙ্কার ২০৫ রান টপকে ম্যাচে লিড নিল ভারত

• ২০০ রানেক গণ্ডি টপকাল ভারত।

• ৭০ ওভারে ভারত ১৯৫/১।

• টি ব্রেকের পর শুরু হল খেলা।

• টি ব্রেক।

• ৬৫ ওভারে ভারত ১৮৫/১।

• ম্যাচে নিয়ন্ত্রণ নিচ্ছে ভারত।

• ৬৩ ওভারে ভারত ১৭৭/১।

• ৬১ ওভারে ভারত ১৭৩/১।

• ভারতের হয়ে দশ নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন বিজয়।

• মুরলী বিজয়ের দুর্দান্ত ব্যাটিং। হেরথ-লকমলদের সমালে সেঞ্চুরি করলেন মুরলী বিজয়।

• ৪৯ ওভারে ভারত ১১৪/১।

• ১০০ রানের পার্টনারশিপ গড়লেন মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা।

• ৪৫ ওভারে ভারত ১০২/১।

• ৪২ ওভারে ভারত ১০২/১।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• লাঞ্চের পর মাঠে নামল ভারত।

• লাঞ্চ ব্রেক।

• ৩৯ ওভারে ভারত ৯৭/১।

• ৩৭ ওভারে ভারত ৯৫/১।

• অর্ধশতরান করলেন মুরলী বিজয়।

• ৩০ ওভারে ভারত ৬৭/১।

• ২৮ ওভারে ভারত ৫৭/১।

আরও পড়ুন: ব্রিসবেনের সুইমিং পুলে প্রেম নিবেদনও হয়ে গেল

আরও পড়ুন: নাগপুরে ফের সেই স্পিন জুটিই ঘাতক

নাগপুর টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপটে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ২০৫। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানকে সামনে রেখে প্রথম দিনের অন্তিমলগ্নে ব্যাট হাতে নামে ভারত। মাত্র ৮ ওভার খেলার সুযোগ পায় ভারত। এরই মধ্যে ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় বিরাটের দল। দিনের শেষে ভারতের রান ছিল ৮ ওভারে ১১/১।

তবে, দ্বিতীয় দিনের শুরুতে দারুন শুরু করেছেন ওপেনার মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা। শ্রীলঙ্কা বোলিংকে সামলে অর্ধশতরানের পথে মুরলি।

এখন দেখার দ্বিতীয় দিনের খেলায় নিয়ন্ত্রণ বজায় রেখে অ্যাডভান্টেজ ধরে রাখতে পারে কি না টিম ইন্ডিয়া!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement