সমরবিক্রমকে আউট করার পর ইশান্ত শর্মাকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: বিসিসিআই।
শেষ হল নাগপুর টেস্টের প্রথম দিনের খেলা। দিনের শেষে ৮ ওভারে ভারত ১১/১।
• ৭ ওভারে ভারত ৯/১।
• শুরুতেই উইকেট হারাল ভারত। আউট হলেন লোকেশ রাহুল(৭)।
• প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৫ রান সামনে রেখে ব্যাট হাতে মাঠে নামল ভারত।
ভারতীয় বোলারদের দাপটে ২০৫ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন ৫৭ রান করেন দীনেশ চান্ডিমল। দীনেশ ছাড়াও রান পান করুণারত্ন(৫১) এবং ডিকবেলা(২৪)। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি করে উইকেট পান রবীন্দ্র জাডেজা এবং ইশান্ত শর্মা।
• শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।
• ৫৭ রানে আউট হলেন চণ্ডীমল। ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কা ১৮৯/৮।
• টি ব্রেক।
• ৫৯ ওভারে শ্রীলঙ্কা ১৫১/৪।
• ৫৮ ওভারে শ্রীলঙ্কা ১৫১/৪।
• ৫২ ওভারে শ্রীলঙ্কা ১২২/৪।
• ৫১ ওভারে শ্রীলঙ্কা ১২২/৪।
• আউট হলেন করুণারত্ন। ৫১ রান করে ইশান্তের বলে প্যাভিলিয়নে ফিরলেন শ্রীলঙ্কার এই ওপেনার।
• ৪৫ ওভারে শ্রীলঙ্কা ১০৫/৩।
• ১০০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা।
• ৩৮ ওভারে শ্রীলঙ্কা ৭৮/৩।
• ৩২ ওভারে শ্রীলঙ্কা ৬৩/৩।
• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। আউট হলেন অ্যাঞ্জেল ম্যাথুজ(১০)।
• লাঞ্চ শেষে মাঠে নামলেন দুই দলের ক্রিকেটাররা।
• লাঞ্চ ব্রেক
• ২৭ ওভারে শ্রীলঙ্কা ৪৭/২।
• দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন লাহিরু থিরিমানে।
• ২৪ ওভারে শ্রীলঙ্কা ৪৪/১।
• ২০ ওভারে শ্রীলঙ্কা ৩৪/১।
নাগপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। প্রথম টেস্টে ইডেনে দুই পক্ষেরই দুর্ধর্ষ লড়াইয়ের পর দ্বিতীয় ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মু্খিয়ে আছে গোটা দেশ। এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডিমল। ১৪ ওভারে শ্রীলঙ্কা ৩২/১।
শ্রীলঙ্ক: দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রম, লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেল ম্যাথুজ, দীনেশ চন্ডিমল, নিরোশন ডিকবেলা, দাসান শানাকা, দিলরুওয়ানা পেরেরা, রঙ্গনা হেরথ, সুরঙ্গ লকমল, লাহিরু গামাগে
ভারত: মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা