India

নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে জয় ভারতের

শেষ হল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ভারতীয় বোলারদের সামনে ৪৯.৩ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে গেল দীনেশ চন্ডিমলের দল। ইনিংস এবং ২৩৯ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১১:১২
Share:

করুণারত্নকে আউট করে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

শেষ হল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ভারতীয় বোলারদের সামনে ৪৯.৩ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে গেল দীনেশ চন্ডিমলের দল। ইনিংস এবং ২৩৯ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত।

Advertisement

চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কার রান ছিল ২১/১। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই তাসের ঘরের মত ভেঙে পড়ে শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপ। মূলত অশ্বিন-জাডেজার দাপটেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। এ দিন টেস্ট কেরিয়ারে ৩০০ তম উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন।

• ৪৯ ওভারে শ্রীলঙ্কা ১৬৬/৯

Advertisement

• ৪৮ ওভারে শ্রীলঙ্কা ১৬৬/৯।

• ৪৭ ওভারে শ্রীলঙ্কা ১৬৫/৯

• আউট হলেন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডিমল (৬১)।

• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।

• লাঞ্চ ব্রেক।

• ৪১ ওভারে শ্রীলঙ্কা ১৪৫/৮।

• ৪০ ওভারে শ্রীলঙ্কা ১৩৬/৮।

• ৩৬ ওভারে শ্রীলঙ্কা ১১০/৮।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন রঙ্গনা হেরথ।

• শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। প্রথম বলেই আউট হয়ে ডাগ আউটে ফিরলেন দিলরুবানা পেরেরা(০)।

• ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১০৭/৬।

• ১৭ রান করে আউট হলেন শনকা(১৭)।

• ফের এক বার শ্রীলঙ্কার ব্যাটিংয়ে আঘাত হানলেন রবিচন্দ্রন অশ্বিন।

• ৩২ ওভারে শ্রীলঙ্কা ৯২/৫।

• ইশান্ত শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন নিরোশন ডিকবেলা(৪)।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৩০ ওভারে শ্রীলঙ্কা ৭৩/৪।

• ২৬ ওভারে শ্রীলঙ্কা ৬৮/৪।

• ফের শ্রীলঙ্কার উইকেটের পতন। আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ(১০)।

• ২৪ ওভাের শ্রীলঙ্কা ৬১/৩।

আরও পড়ুন: পঞ্চম ডাবল: সানিকেও পিছনে ফেললেন বিরাট

আরও পড়ুন: বিরাটই রাজা, স্মিথরা এখন অনেক দূরে

নাগপুর টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের বড় লিডের জবাবে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ৯ ওভারে ২১/১। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে। জাডেজা-উমেশের ভেল্কিতে দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ডিমুথ করুণারত্নে এবং লাহিরু থিরিমানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement