ক্রিজে রয়েছেন কোহলী। ছবি রয়টার্স
মন্দ আলোর কারণে বন্ধ হয়ে গেল খেলা। এখনও দিনের খেলার ১৩ ওভার বাকি। ভারতের হয়ে ক্রিজে কোহলী ২২ এবং জাডেজা ৯ রানে।
একই ওভারে জোড়া ধাক্কা রবিনসনের। ওভারের প্রথম বলে রোহিতকে তোলার পর শেষ বলে ফেরালেন পুজারাকে। ৬১ করে ফিরলেন পুজারা।
১২৭ রান করে অলি রবিনসনের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট পড়ল ভারতের।
সিরিজের দ্বিতীয় অর্ধশতরান পেলেন পুজারা। ভারত ২০৮-১।
রোহিতের শতরান হয়েছে। অর্ধশতরান থেকে সামান্য দূরে পুজারা (৪৭)। ভারত এগিয়ে রয়েছে ১০০ রানে।
বিদেশের মাটিতে প্রথম শতরান রোহিতের। ২০৫ বলে শতরান পূরণ করলেন তিনি।
সিরিজের তৃতীয় অর্ধশতরান এল রোহিত শর্মার ব্যাট থেকে।
গোড়ালি ঘুরে যাওয়ায় হঠাৎই মাঠে বসে পড়েন পুজারা। তবে চিকিৎসা পেয়ে এখন তিনি ফিট। ক্রিজে রয়েছেন রোহিত (৪৮) এবং পুজারা (২১)। ৪৫ ওভারে ভারত ১১৭-১
ক্রিজে পুজারার সঙ্গে রয়েছেন রোহিত।
ভারতের রান একশো পেরল। সেই সঙ্গে ইংরেজদের রান টপকে গেল তারা।
৪৬ রানে আউট রাহুল। অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।