Jofra Archer

পিচ বিতর্কে মোতেরার পাশে দাঁড়ালেন রুটদের শিবিরের জফ্রা আর্চারও

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের পিচ নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও এ নিয়ে মাথা ঘামাতে নারাজ জফ্রা আর্চার

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৩:৪৪
Share:

ছবি টুইটার

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের পিচ নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও এ নিয়ে মাথা ঘামাতে নারাজ জফ্রা আর্চার। তিনি বলেন, ‘‘পিচ কেমন সেটা নিয়ে অভিযোগের মানে হয় না। ইংল্যান্ডেও অনেক টেস্ট ম্যাচ মাত্র দুদিনেই শেষ হয়ে যায়। আমার মনে আছে তিন বছর আগে গ্ল্যামারগনের বিরুদ্ধে আমাদের খেলা ছিল। সেই ম্যাচ পাঁচ সেশনে শেষ হয়ে গিয়েছিল। সাসেক্সের হয়ে প্রথম যখন খেলতে নামি তখন লেস্টারশায়ারকে দুদিনেই হারিয়েছিলাম।’’

Advertisement

এরপর তিনি আরও বলেন, ‘‘ভারতে বল ঘুরবে এটা মেনে নিতেই হবে আমাদের। তবে ব্যাট করা সহজ ছিল না এই উইকেটে।’’

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আর্চারকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক জো রুট। তিনি বলেন, ‘‘আমদাবাদে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের বল বেশ ঘুরছিল। খেলাও কঠিন ছিল। রুট সেই কারণেই আমায় মেরে খেলতে বলে। ও আমাদের বোঝাতে চেয়েছিল আমাদের হারানোর কিছু নেই। তাই খোলসে ঢুকে পড়ার কোনও মানে হয় না। সিরিজের বাকি ম্যাচগুলোতেও এই মানসিকতা নিয়েই খেলতে বলেছে ও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement