সাকিব আল হাসানের উইকেট নেওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত। হায়দরাবাদ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে ২৫০ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ফলে ২০৮ রানে ম্যাচ জিতল ভারত। ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম টানা ৬টি সিরিজে জয় পেল ভারত। ফলে অধিনায়ক হিসেবে নজির গড়লেন বিরাট।
হায়দরাবাদ টেস্টের পঞ্চম দিনে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহমান হতাশ করার পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের মাহমুদুল্লাহ বেশ আশা জাগিয়েছিলেন সকালে। বাংলাদেশকে জিততে হলে এখনও ২০০ রানের উপর করতে হবে। কিন্তু তাদের হাতে রয়েছে মাত্র দুই উইকেট। ক্রিজে রয়েছেন তাইজুল ইসনাম এবং কায়জুল ইসলাম রবি।
আরও পড়ুন: রঙিন গ্যালারি, বর্ণহীন মাঠ, হতাশাতেও যে আবির ওড়ে দেখাল ডার্বি