—ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বাইশ গজে গোলাপি বল হাতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা পরীক্ষা নেবেন বিরাট কোহালিদের। অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এর আগের সফরে অস্ট্রেলিয়ায় গিয়ে দিন-রাতের টেস্ট খেলতে অস্বীকার করেছিল ভারত। এ বার বিদেশের মাটিতে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলবে বিরাট কোহালির দল।
১৭-২১ ডিসেম্বর গোলাপি বলে টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। প্রথম টেস্টের পর ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। ৭-১১ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট। আর ১৫-১৯ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ হবে।
প্রায় আড়াই মাসের লম্বা সফরের শুরু অবশ্য একদিনের ক্রিকেট দিয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলের পরেই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। জানা গিয়েছে ২৫-৩০ নভেম্বরের মধ্যে হবে তিনটি ওয়ানডে। ডিসেম্বরের ৪-৮-এর মধ্যে হবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে, টি টোয়েন্টি সিরিজ শেষ হলেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবে ভারত। প্রথম টেস্টের আগে অ্যাডিলেডেই গোলাপি বলে প্রস্তুতি নেবে ভারত। তার পরেই নেমে পড়বে দিন-রাতের টেস্টে।
আরও পড়ুন: ভুবির বদলি হিসেবে প্রাক্তন নাইট পেসার পৃথ্বীরাজকে নিল হায়দরাবাদ