রাঁচিতে শুক্রবারই কি কেরিয়ারের শেষ একদিনের ম্যাচে নামছেন ধোনি? ছবি টুইটারের সৌজন্যে।
ঘরে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ। যা হবে রাঁচীতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে। ধোনির উপস্থিতিতে সেই ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে।
মঙ্গলবার রাতে নাগপুরে অস্ট্রেলিয়াকে শেষ ওভারে নাটকীয় ভাবে আট রানে হারানোর পর বুধবার রাঁচীর উড়ান ধরে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে দেখা যায় ধোনিকে নিয়ে চেনা উন্মাদনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রাঁচি বিমানবন্দরে ধোনির এক ভিডিয়ো পোস্ট করে এদিন। যাতে দেখা যায় মোবাইল ক্যামেরায় এমএসডির ছবি তোলার হিড়িক বিমানবন্দরেও।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ২-০ এগিয়ে। শুক্রবার জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ হয়ে উঠবে পরীক্ষা-নিরীক্ষার। অন্যদিকে, এটাই হতে পারে রাঁচীতে ধোনির শেষ একদিনের ম্যাচ। ধোনি আর কতদিন খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেটমহলে। হয়তো বিশ্বকাপের পর অবসর নেবেন তিনি। যদি তাই হয়, তবে শুক্রবারই ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলতে নামছেন ধোনি।
আরও পড়ুন: সিরিজ ২-০ হওয়ার নেপথ্যে কুলদীপ যাদব! টুইট করলেন মঞ্জরেকর
আরও পড়ুন: ‘ভারতের হয়ে একই সঙ্গে খেলতে পারে হার্দিক পান্ড্য ও বিজয় শঙ্কর’
হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। কেদার যাদবের সঙ্গে জুটিতে ১৪১ রান যোগ করে ফারাক গড়ে দিয়েছিলেন। নাগপুরে বুধবার প্রথম বলে ফিরলেও অন্য় এক রেকর্ড গড়েছেন। একদিনের ক্রিকেটে ভারতের ৩০০তম, ৪০০তম ও ৫০০তম জয়ে মাঠে ছিলেন তিনি। এই নজির অন্য কোনও ক্রিকেটারের নেই।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)