বক্সিং ডে টেস্টে বুমরাদের দাপট। ছবি সোশ্যাল মিডিয়া
১৫.৫ ওভার | ভারত ৭০/২ | ৮ উইকেটে জয়ী ভারত। সিরিজ ১-১।
১২ ওভার | ভারত ৫৩/২ | রাহানে, গিলের ব্যাটে ভর করে সাময়িক অস্বস্তির পরিবেশ কাটিয়ে ফেলেছে ভারত। মেলবোর্নের মাঠে টেস্টে চতুর্থ ম্যাচ জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। গিল ২৬ রানে অপরাজিত এবং রাহানে করেছেন ১৯ রান।
উইকেট | আউট পূজারা | লক্ষ্য কম হলেও ভারতীয় ব্যাটসম্যানদের স্বস্তি দিচ্ছেন না কামিন্সরা। মাত্র ৩ রানে আউট পূজারা। স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিনের হাতে ক্যাচ দিলেন তিনি।
৫ ওভার | ভারত ১৯/১ | রানের লক্ষ্য খুব বেশি নয়। তবু ওপেনার ময়াঙ্ক বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। গিলের সঙ্গী হলেন পূজারা।
উইকেট | আউট ময়াঙ্ক | দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। স্টার্কের বলে ব্যাট ছুঁইয়ে পেনের হাতে ক্যাচ দিলেন তিনি। ১৫ বলে ৫ রান ময়াঙ্কের।
ভারতের দ্বিতীয় ইনিংস
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ ২০০ রানে। ৬৯ রানের লিড নেয় আয়োজক দল। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতের সামনে লক্ষ্য মাত্র ৭০ রানের। ভারতীয় বোলারদের দাপটে খুব বেশি রান যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৩৩। হাতে থাকা ৪ উইকেট নিয়ে তারা যোগ করে ৬৭ রান। সোমবার অপরাজিত থাকা ক্যামরন গ্রিন (১৪৬ বলে ৪৫ রান) এবং প্যাট কামিন্স (১০৩ বলে ২২ রান) আউট হওয়ার পর মিচেল স্টার্ক (৫৬ বলে ১৪ রান) এবং জশ হ্যাজেলউড (২১ বলে ১০ রান) চেষ্টা করলেও খুব বেশি এগোতে দেননি মহম্মদ সিরাজরা।
অভিষেক ম্যাচে ২ ইনিংস মিলিয়ে সিরাজ নিলেন ৫ উইকেট। মহম্মদ শামির অনুপস্থিতি বুঝতেই দেননি তিনি। তবে মঙ্গলবার প্রথম উইকেটটা নিলেন যদিও যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন।