Cricket

ফিনিশার ধোনির উপর ভরসা করা যাবে না, কেন বললেন কুম্বলে

এশিয়া কাপে চার ইনিংসে ধোনি করেছেন মাত্র ৭৭  রান। মাঝের ওভারে অনেক ডট বল খেলছেন তিনি। নিতে পারছেন না বড় শট। পরের বছর বিশ্বকাপে তাঁকে খেলানো নিয়ে তাই জল্পনা বাড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ১৮:১১
Share:

ফিনিশার হিসেবে ধোনির উপর ভরসা নেই কুম্বলের।

ইংল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজের পর এশিয়া কাপ। মিডল অর্ডারে মহেন্দ্র সিংহ ধোনি ভরসা জোগাতে পারেননি। আর এখানেই টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিতে চাইছেন অনিল কুম্বলে।

Advertisement

‘ফিনিশার’ হিসেবে এমএসডি-র উপর ভরসা করা যাবে না, বলেছেন কিংবদন্তি লেগস্পিনার। কুম্বলের কথায়, “ভারতীয় মিডল অর্ডারকে এখনও জমাট দেখাচ্ছে না। ফিনিশার হিসেবে ধোনির উপর নির্ভর করলে চলবে না।”

তা হলে ধোনির ভূমিকা কী হওয়া উচিত? প্রাক্তন জাতীয় অধিনায়কের মতে, “ধোনি যেন ক্রিকেট উপভোগ করে। ম্যাচ ফিনিশ করে আসার ক্ষেত্রে তরুণদের গাইড করুক ও।” উইকেটের পিছনে ধোনি অবশ্য এখনও নির্ভরতার প্রতীক। অধিনায়ককে পরামর্শ দেওয়া, ডিআরএসের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ফিল্ড সাজানোয় মুন্সিয়ানা রয়েছে আগের মতোই। কিন্তু, ব্যাট হাতে অতীতের ছায়া দেখাচ্ছে তাঁকে। আর সমস্যা এখানেই।

Advertisement

আরও পড়ুন: পৃথ্বী শ-কে কেন বিস্ময় প্রতিভা বলা হত, জানেন কি?​

আরও পড়ুন: গাওস্করের মতে, ইংল্যান্ডের আক্ষেপ এ বার মিটিয়ে নেবেন বিরাট

প্রসঙ্গত, এশিয়া কাপে চার ইনিংসে ধোনি করেছেন মাত্র ৭৭ রান। তার মধ্যে প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে প্রথম বলে আউট হওয়াও রয়েছে। এর আগে ইংল্যান্ডে একদিনের সিরিজে দুই ম্যাচে ৭৯ রান করেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, মাঝের ওভারগুলোয় আটকে যাওয়া, ডট বল খেলা, বড় শট নিতে না পারা। যার ফলে চাপে পড়ে যাচ্ছে মিডল অর্ডার। পরের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। সেখানে ধোনিকে খেলানো ঠিক হবে কি না, তা নিয়ে সেজন্যই জল্পনা বাড়ছে ক্রিকেটমহলে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement