মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব এসেছিল তাঁর হাতে। ২০১৫ সাল থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কোহালি। এখনও পর্যন্ত ৩৭টি টেস্টে দলের নেতৃত্ব দিয়েছেন। দল জিতেছে ২১টি ম্যাচে। শতকরা হার ৫৬.৭৫। যদিও চলতি ইংল্যান্ড সফরে প্রথম দু’টি টেস্টে হারের মুখ দেখেছে তাঁর নেতৃত্বাধীন ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক, টেস্টে বিরাটের নেতৃত্বাধীন সেরা ভারতীয় একাদশ কেমন হতে পারে।
মুরলি বিজয়: গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সহবাগের পর ওপেনিংয়ে যে শূন্যতা তৈরি হতে যাচ্ছিল, তা অনেকটাই মুছে দিয়েছেন মুরলি বিজয়। চলতি ইংল্যান্ড সফরে ফর্মে না থাকলেও বিরাটের নেতৃত্বাধীন সেরা টেস্ট দলেবিজয়ের ঠাঁই পাওয়া খুবই স্বাভাবিক।
শিখর ধওয়ন: চলতি ইংল্যান্ড সফরে তেমন ভাবে রান পাননি। শিখরের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁর বিকল্প হিসেবে এই মুহূর্তে কাউকে ভাবা যাচ্ছে না। ফর্মে থাকা শিখর যে কোনও দলের কাছেই আতঙ্কের কারণ।
চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় দলে বড় ভরসা হয়ে উঠেছেন পূজারা। প্রায় ৫০ গড় থাকা পূজারা তিন নম্বরে ভরসা দিচ্ছেন দলকে। ইতিমধ্যেই ১৪টি শতরান রয়েছে তাঁর খাতায়।
বিরাট কোহালি: অধিনায়ক বিরাট বর্তমানে টেস্টে সেরা ক্রিকেটার। শুধু অধিনায়ক হিসেবে নন, ব্যাটসম্যান হিসেবেও কোহালির বিরাট সাফল্যের ধারেকাছে নেই অনেকেই।
অজিঙ্ক রাহানে: টি২০ বা পঞ্চাশ ওভারের ম্যাচ তো বটেই, টেস্টেও বহু বার গুরুদায়িত্ব পালন করেছে রাহানের ব্যাট। ৪৭টি টেস্ট খেলা রাহানের গড় চল্লিশের উপর।
রোহিত শর্মা: ফর্মে থাকা রোহিত যে কোনও দিন, যে কোনও দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠতে পারেন। যদিও সীমিত ওভারের মতো টেস্টে এখনও সে ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি রোহিত। বার বার তাঁর ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। তবে দলের ব্যাটিং শক্তি বাড়াতে ছ’নম্বরে রোহিতকে রাখাটা জরুরি।
ঋদ্ধিমান সাহা: মহেন্দ্র সিংহ ধোনির পরবর্তী সময় উইকেটের পিছনে দক্ষতার পরিচয় দিয়েছেন। চলতি ইংল্যান্ড সফরে চোটের জন্য তাঁর দলে না থাকার সমস্যা টের পাচ্ছে দল। ব্যাটিং হাতটাও বেশ ভাল ঋদ্ধির।
রবিচন্দ্রন অশ্বিন: চলতি ইংল্যান্ড সফরে ইতিমধ্যেই তাঁর বোলিং জাদু দেখা গিয়েছে। স্পিনের পাশাপাশি প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখে গিয়েছে তাঁকে।
রবীন্দ্র জাডেজা: দ্বিতীয় স্পিনার হিসেবে এই দলে থাকবেন জাডেজা। কারণ, বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি বাড়তি পাওনা তাঁর ফিল্ডিং। জাডেজার মতো ফিল্ডার দলে থাকলে বিপক্ষের উপর একটা বাড়তি চাপ সব সময়ই কাজ করে।
মহম্মদ সামি: আদর্শ উইকেটে ফর্মে থাকা সামি সব সময়ই ভয়ঙ্কর। কোহালির অন্যতম ভরসার বোলার সামি। ফলে বিরাটের সেরা টেস্ট একাদশে সামির থাকা কার্যত নিশ্চিত।
উমেশ যাদব: বিরাটের সেরা টেস্ট একাদশে দ্বিতীয় সিম বোলার হিসেবে ঠাঁই পেতে পারেন উমেশ। যদিও চলতি ইংল্যান্ড সফরে ইশান্ত শর্মা চমক দেখাচ্ছেন। সেখানে কিছুটা হলেও ম্রিয়মান দেখা গিয়েছে উমেশকে। সে ক্ষেত্রে লড়াইটা উমেশ এবং ইশান্তের মধ্যে হতেই পারে।