ভারতীয় শিবিরে জয়ের উল্লাস। -নিজস্ব চিত্র।
ভারত ৩ (কমলা দেবী,ইন্দুমতী, সাস্মিতা মালিক)
নেপাল ১ (সবিত্রা ভান্ডারি-পেনাল্টি)
নেপালকে ১-৩ গোলে হারিয়ে সাফ ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নিয়েছিল সাজিদ দারের মেয়েরা। শেষে একগোল হজম করতে হলেও ম্যাচে ফিরতে পারেনি নেপাল। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে ভারতের হয়ে খাতা খোলেন কমলা দেবী। প্রথমার্ধে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল ভারতীয়রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ করেন ইন্দুমতী। ৫৮ মিনিটে ২-০ করে কিছুটা যেন অত্মতুষ্টির কারণেই গোল হজম করতে হয় ভারতকে। যদিও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় নেপাল। নেপালের হয়ে গোল করেন সাবিত্রা। ম্যাচ তখন ৭৫ মিনিটে।
প্রথমার্ধেই ম্যাচের দখল পুরোপুরি নিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে একটু হলেও ম্যাচে ফেরার চেষ্টা করে নেপাল। যার ফল এই গোল। শেষ কাজটি অবশ্য করে যায় ভারতের মেয়েরাই। সেই সাস্মিতার পা থেকেই আসে তিন নম্বর গোল। ম্যাচ শেষে খুশি ভারত কোচ সাজিদ দার। বলেন, ‘‘এটা টিম এফোর্টের জয়। কোনও একজনের কথা বলা যাবে না। গোলকিপার থেকে ডিফেন্স, মাঝমাঠ থেকে ফরোয়ার্ড সকলেই নিজেদের সেরাটা দিয়েছে। এটা টিম গেম।’’