Cricket

মিতালির শতরান সত্ত্বেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল ভারত

প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২৫৩ তুলেছিল ভারত। শতরান করেছিলেন মিতালি। কিন্তু শ্রীলঙ্কার চামরি আটাপাত্তুও করলেন অধিনায়কোচিত শতরান। যা জেতাল শ্রীলঙ্কাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫১
Share:

শতরানের পর মিতালি। যদিও তা কাজে এল না। ছবি: পিটিআই।

মিতালি রাজের অপরাজিত ১২৫ রানের ইনিংসও জেতাতে পারল না। আইসিসি মহিলাদের চ্যাম্পিয়নশিপে রবিবার কাতুনায়াকেতে এফটিজেড স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কা এক বল বাকি থাকতে তিন উইকেটে হারাল ভারতকে। তবে সিরিজ ২-১ জিতলেন মিতালিরাই।

Advertisement

প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২৫৩ তুলেছিল ভারত। অধিনায়ক মিতালির ১৪৩ বলের ইনিংসে থাকল ১৪ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। কেরিয়ারের সপ্তম ওয়ানডে শতরানে পৌঁছতে তিনি নিলেন ১২৬ বল। ওপেনার স্মৃতি মানধানা করলেন ৫১।

জবাবে টানটান নাটকীয়তার মধ্যে ৪৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছয় শ্রীলঙ্কা। অধিনায়কোচিত ১১৫ রানের ইনিংসে দলকে টানলেন চামরি আটাপাত্তু। ১১৭ বলে ওয়ানডে ফরম্যাটে চার নম্বর শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তাঁর শতরানের দাপটেই জিতল শ্রীলঙ্কা। ভারতের ঝুলন গোস্বামী ও মানসী জোশী নিলেন দুই উইকেট।

Advertisement

আরও পড়ুন: ওয়ান ডে-তে বাংলাদেশের সেরা পাঁচ জয়​

আরও পড়ুন: বার বার পেনাল্টি মিস নিয়ে চিন্তায় মেসি, বললেন নিজেই​

আরও পড়ুন: তামিমের এক হাতে ব্যাটিংকে দৃষ্টান্ত বলছে ক্রিকেটমহল

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement